সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

ভারতের মহারাষ্ট্রে বাংলাদেশ নামে বাসস্ট্যান্ড

কলকাতা প্রতিনিধি

ভারতের মহারাষ্ট্রে একটি বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে ‘বাংলাদেশ’। এর আগে জম্মু ও কাশ্মীরে ‘বাংলাদেশ’ নামে একটি গ্রামও করা হয়।

জানা গেছে, গত শুক্রবার স্থানীয় পুরসভার (মিরা-ভাঈন্দর পৌর নিগম) পক্ষ থেকে মহারাষ্ট্রের থানে জেলার অন্তর্গত পশ্চিম ভাঈন্দরের উত্তান চক এলাকায় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের নামে একটি বাসস্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। স্থানীয় এক বাসিন্দা জানান, কয়েক বছর আগে পশ্চিমবঙ্গসহ বাংলাদেশ থেকে অনেক  বাংলাভাষী কাজের খোঁজে এবং সস্তায় বাসা ভাড়া পাওয়ার জন্য এখানে এসে বসবাস শুরু করেন। জায়গাটির প্রকৃত নাম ইন্দিরা নগর। কিন্তু প্রচুর সংখ্যায় বাঙালির উপস্থিতির কারণে অনেকেই ‘বাংলাদেশ’ বলেও উল্লেখ করতে থাকেন। মূলত এখানকার সবাই বাংলা ভাষায় কথা বলেন। শুধু তাই নয়, এই কলোনিতে বসবাসকারী মানুষের আধার কার্ড, বিদ্যুতের বিল, এমনকি পুরসভার কাছ থেকে পাওয়া বাড়ির নামেও ‘বাংলাদেশ’ শব্দটি ব্যবহার করা হয়।

সর্বশেষ খবর