সোমবার, ১৯ জুন, ২০২৩ ০০:০০ টা

পাবনায় ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মাটি কাটা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে তাফসীর আহমেদ মনা (২৬) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের এমপি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাফসীর ঈশ্বরদীর দিয়ার বাঘইল গ্রামের তানজুর রহমান তুহিন  হোসেনের ছেলে ও পাকশী ইউনিয়ন ছাত্রলীগ কর্মী। তিনি ঈশ^রদী সরকারি কলেজের ব্যবস্থাপনা তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বহুল আলোচিত হাতকাটা টুনটুনের ছোট ভাই।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, শনিবার রাতে তাফসীর লক্ষ্মীকুন্ডা এমপি মোড়ে ইকবুলের অফিস কাম দোকানে বসেছিলেন। এ সময়  হেলমেট পরিহিত   দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে তাফসীরকে গুলি করে দ্রুত চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে তাফসীর নিহত হওয়ার খবরে রাতে পাবনা জেনারেল হাসপাতালের সামনে ভিড় জমান আত্মীয়-স্বজনরা। সেখানে তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং ঘটনার বিচার দাবি করেন। স্থানীয় সূত্র জানায়, পাকশী এলাকার আধিপত্য বিস্তার নিয়ে একটি পক্ষের সঙ্গে তার বিরোধ চলছিল। তবে তাকে খুন করার পেছনে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব নাকি অন্য কোনো বিষয় কাজ করেছে, সে সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। নিহতের ভাই ইশতিয়াক ইব্রাহিম ইমন বলেন, ‘আমার ভাইকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রকিবুর রহমান শিমুল, অবুঝসহ কয়েকজন দুর্বৃত্ত হত্যা করেছেন। কয়েক দিন আগে আমাদের একটি মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছেন তারা। এ বিষয়ে ঈশ^রদী থানায় মামলাও হয়েছে। আমার ভাই ও আমরা নিজেদের জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করে আসছি দীর্ঘদিন ধরে। ওরা আমাদের মাটি কাটতে বিভিন্ন সময় বাধা দিয়ে আসছিল। তাদের কথামতো না চলার কারণেই তারা এ হত্যাকা- চালিয়েছে। আমার ভাই আগামীতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হওয়ার ঘোষণা দেওয়ায় তারা আরও ক্ষিপ্ত হয়।’
এ বিষয়ে পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রকিবুর রহমান শিমুলের সঙ্গে চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফারুক মীর জানান, হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। হাসপাতালের পক্ষ থেকে থানাকে জানানো হলে আইনি প্রক্রিয়া মেনে লাশের ময়নাতদন্ত শেষে মৃতদেহ পুলিশের মাধ্যমে পরিবারকে রবিবার বিকালে হস্তান্তর করা হয়েছে। ঈশ^রদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে যারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন আমরা তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। ঘটনার পরপরই পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে গুলির খোসাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। তবে এখনো এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়নি। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

সর্বশেষ খবর