বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

সুদ বৃদ্ধিতে কী প্রভাব পড়বে

বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ব্যাংক ঋণের ৯ শতাংশ সুদ হারের সীমা তুলে নিয়ে নতুন নিয়ম জারি করেছে। খাতভিত্তিক সুদ হার আরোপ করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে। এতে সুদ হার ১১ শতাংশের ওপরে উঠে যাবে। বৃহৎ শিল্পখাতে সুদ হার ১০ শতাংশের ওপরে উঠবে। নানাবিধ কারণে দেশের অর্থনীতির বিভিন্ন খাত সংকটে রয়েছে। ডলার সংকটে দেশের মূল্যস্ফীতি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যেখানে আর্থিক খাত টিকে থাকতে সংগ্রাম করছে, সেই সময় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বৃদ্ধি করেছে। অর্থনীতিবিদরা বলছেন, নতুন সুদহার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এতে অর্থনীতিতে নতুন সংকট  তৈরি হতে পারে। এসব বিষয় নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন আলী রিয়াজ।

সর্বশেষ খবর