বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

ব্যবসা বিনিয়োগে কোনো সুবিধা হবে না

-মির্জ্জা আজিজুল ইসলাম

ব্যবসা বিনিয়োগে কোনো সুবিধা হবে না

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জ্জা এবি আজিজুল ইসলাম বলেছেন, হঠাৎ ঋণের সুদের হার বৃদ্ধির আপাতত কোনো যৌক্তিকতা দেখা যাচ্ছে না। একদিকে সুদের হার বৃদ্ধি, আরেকদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। সেটা কীভাবে করবে? মূল্যস্ফীতি বা বিনিয়োগ নিয়ে কোনো ধরনের বিশ্লেষণ চোখে পড়েনি। বাস্তবতা কী আছে অর্থনীতিতে, তার সুস্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। তাই ব্যবসা বিনিয়োগে বিশেষ কোনো সুবিধা পাওয়ার সম্ভাবনা নেই। আজিজুল ইসলাম বলেন, সুদের হার বাড়ার কারণে একটি সুবিধা হয়তো পাওয়া যেতে পারে। ব্যাংকগুলোতে আমানত বাড়বে। পাশাপাশি মূল্যস্ফীতি বাড়লেও আমানত বৃদ্ধির সুবিধা মানুষ পাবে না। তাই ব্যাংক খাতের সংকট কী আছে তা আগে বিশ্লেষণ করা উচিত ছিল। বড় গ্রহীতাদের কাছে ঋণ চলে গেলে ছোটরা পাবে না। যে পরিমাণ হার বেড়েছে তা বড় গ্রহীতাদের জন্য সমস্যা নাও হতে পারে। ছোট গ্রহীতারা পাবে না। এখন নানামুখী চাপে আছে আমাদের বিনিয়োগ। বড় ব্যবসায়ীরা যেসব সমস্যায় রয়েছেন তা সমাধান হয়। নতুন করে সুদ হার বাড়লে তাদের ওপর চাপ বাড়বে।

সর্বশেষ খবর