বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

সরকারি ঋণ বাড়বে মূল্যস্ফীতি কমবে না

-সালেহ উদ্দিন আহমেদ

সরকারি ঋণ বাড়বে মূল্যস্ফীতি কমবে না

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি কমানো কর্মসংস্থান বৃদ্ধি,  বিনিয়োগ বাড়ানো সরকারের জন্য চ্যালেঞ্জ। সুদের হার এসব চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে। হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক সুদের হার নিয়ে যে পদ্ধতি নির্দেশ করেছে তাতে কোন সমাধান হবে? বরং সরকারি ঋণ বাড়বে। মূল্যস্ফীতি কমবে না।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষের কাছে বড় সংকট এখন মূল্যস্ফীতি। মূল্যস্ফীতির চাপে সবাই আছেন। সাধারণ হিসাবে সুদ হার বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি কমে। তবে বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে তা অর্জন সম্ভব নয়। সরকারি ঋণের কারণে ক্ষুদ্র মাঝারি শিল্পে বিনিয়োগ কমে যাবে। যার প্রভাব সার্বিক অর্থনীতিতে পড়বে। ক্ষুদ্র মাঝারি খাতে ঋণ সরবরাহ কমলে কর্মসংস্থান বাড়বে না। অর্থাৎ সংকট কাটছে না। তিনি আরও বলেন, সুদ হারের নতুন নিয়ম নিয়ে আরও বেশি বিশ্লেষণ হওয়া উচিত ছিল। সব খাতে যেন ঋণ সরবরাহ স্বাভাবিক রাখা যায়, কীভাবে ডলার সংকট কাটবে তার দিকে মনোযোগ দিতে হবে। নইলে এই সিদ্ধান্ত সমস্যা উল্টো         বৃদ্ধি করবে। 

সর্বশেষ খবর