বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

মূল্যস্ফীতি আরও বাড়তে পারে

-ড. জাহিদ হোসেন

মূল্যস্ফীতি আরও বাড়তে পারে

বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ঋণ সুদ হার নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটি নতুন পদ্ধতি নির্দেশ করেছে। এতে আগের নির্ধারিত ৯ শতাংশ যে সীমা ছিল তা বেড়ে যাবে। অর্থাৎ ১১ শতাংশের বেশি ঋণ সুদ হার হবে। বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। তবে সার্বিকভাবে মূল্যস্ফীতি কমাতে এই সিদ্ধান্ত থেকে বেশি কিছু আশা করা বাস্তবসম্মত নয়। কারণ যে উদ্দেশ্যে সুদ বৃদ্ধি করা হয়েছে, বাস্তবে মূল্যস্ফীতি বাড়তে পারে। তিনি বলেন, নতুন পদ্ধতি মেনে সুদ হার সাধারণ ঋণের ক্ষেত্রে হবে ১০ দশমিক ১ শতাংশ, গাড়ি অন্যান্য ক্ষেত্রে হবে ১১ দশমিক ১ শতাংশ, এসএমই খাতে সুদ হার হবে ১১ দশমিক ১ শতাংশ। এখন ঋণ সুদ হার বৃদ্ধি পেলে বড় ব্যবসায়ীরা চাপে পড়তে পারে। তবে কনজুমার ঋণ হার কমবে, এটা ভালো খবর হলেও এতে ঋণের চাহিদা বাড়বে। চাপ পড়বে অন্যান্য খাতে। এর ফল উল্টো হতে পারে। মূল্যস্ফীতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ বা শিল্প খাতে ডলার সংকট আমাদের এখন বড় সমস্যা। যারা ঋণ নিয়ে শিল্প খাতে ব্যবহার করবে তারা ডলার পাবে কোথায়। এর অর্থ ডলার সংকটের সঙ্গে নতুন সুদ হার আরেকটি সমস্যা হিসেবে বাধাগ্রস্ত হবে বিনিয়োগ। এসএমই খাতে ঋণ দেওয়ার খরচ বেশি থাকায় ব্যাংকগুলো কম আগ্রহী। এখন সুদ হার বেড়েছে। ব্যাংকগুলো হয়তো আগ্রহী হবে। কিন্তু প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। তাই বাংলাদেশ ব্যাংক যে উদ্দেশ্যে ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোর চিন্তা করেছে, তা বাস্তবে পাওয়া কঠিন হবে।

সর্বশেষ খবর