শিরোনাম
বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা
বংশী নদী দখল

হাই কোর্টে তলব ইউএনওকে

নিজস্ব প্রতিবেদক

সাভারের বংশী নদী পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবার দখল হয়ে যাওয়ায় ইউএনওকে তলব করেছেন হাই কোর্ট। তাকে ১৮ জুলাই আদালতে হাজির হয়ে বংশী নদী দখলের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গতকাল বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বাকির হোসেন ভূঁইয়া। আদেশের পর তিনি সাংবাদিকদের বলেন, সাভারের বাঁশপট্টি এলাকায় বংশী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য হাই কোর্ট নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের আদেশ বাস্তবায়নের বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু তারা সেটা করেননি। বাকির হোসেন ভূঁইয়া জানান, বিষয়টি নজরে আনা হলে হাই কোর্ট সাভার ইউএনওকে তলব করেছেন। ১৮ জুলাই তাকে সশরীরে হাজির হয়ে আদেশ বাস্তবায়ন না করা এবং বংশী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর