বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঢাবির রেজিস্ট্রার ভবনে হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সোয়া ২টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে। এই অবরোধে আজিমপুর থেকে সায়েন্সল্যাব পর্যন্ত মিরপুর সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়। শিক্ষার্থীদের দাবির মধ্যে রয়েছে,  ঢাকা বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ভবনে সাত কলেজ শিক্ষার্থীদের হয়রানি বন্ধ; যেসব শিক্ষার্থী পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পেরেছে যে, তারা অনুত্তীর্ণ, তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ; বিলম্বে ফল প্রকাশের কারণ ব্যাখ্যা ও সর্বোচ্চ তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ; শিক্ষার্থীদের সমস্যাগুলো উপস্থাপন করার প্রাতিষ্ঠানিক অভিভাবক নির্ধারণ; অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন; শিক্ষক, ক্লাসরুম সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সিজিপিএ শর্ত শিথিল করা।

বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে যান। দুপুর সোয়া ২টার দিকে তারা কর্মসূচি স্থগিত করেন। এর আগে ৪ জুন সাত দফা দাবিতে ইডেন মহিলা কলেজের ফটক আটকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর