বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

সংখ্যা নয়, গুণগত সেবা জরুরি

-ডা. রশিদ-ই-মাহবুব

সংখ্যা নয়, গুণগত সেবা জরুরি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব  বলেন, চিকিৎসক তাঁর নির্ধারিত সময়ে কতজন রোগীকে গুণগত সেবা দিতে পারবেন সে অনুযায়ী রোগী দেখবেন। এটা ধরে বেঁধে দেওয়ার কিছু নেই। কারণ এটা একটা নৈতিক বিষয়। ব্যবসার জন্য ক্লিনিকগুলো চিকিৎসকদের ব্যবহার করছে, আর চিকিৎসকরাও অনৈতিক সুবিধা পেতে ব্যবহৃত হচ্ছেন। গতকাল তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, দেশে রেফারেল সিস্টেম না থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। ছোটখাটো সমস্যায়ও সিনিয়র ডাক্তারদের রুমের সামনে ভিড় করেন রোগী। এদিকে রোগী পান না জুনিয়র ডাক্তাররা। চিকিৎসকের কাজ রোগী দেখা, সেবা ব্যবস্থাপনা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে কোনো নিয়ন্ত্রণ নেই। মানুষ ঠিকমতো সেবা পাচ্ছে কি না তার তদারকি থাকবে। কিন্তু তদারকি না থাকায় সরকারি হাসপাতালে ভোগান্তি আর বেসরকারি হাসপাতালে ব্যবসা নিত্যচিত্র হয়ে দাঁড়িয়েছে। বিএমএ’র এই সাবেক সভাপতি বলেন, সেবা বিষয়ে জনগণের প্রত্যাশা রয়েছে। এসব বিষয়ে নজর দিতে হবে চিকিৎসা পদ্ধতি এবং নীতি-নৈতিকতা বজায় রেখে। কিন্তু দেশে যার যা মন চাইছে তা-ই করছে। আমরা কখনো রোগী পেতে বিজ্ঞাপন করিনি। সেবা ভালো দিলে এমনিতেই রোগী আসবে। কিন্তু এখন চিকিৎসা ব্যবসা হয়ে উঠেছে। ব্যবসা ফুলে ফেঁপে ওঠার জন্য ডাক্তাররা এখন বিজ্ঞাপন দিয়ে রোগী খুঁজছেন। এগুলো দেখে অবাক হই।

সর্বশেষ খবর