বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

আলেশা মার্টের সম্পত্তি ক্রোকের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচার প্রতিরোধ আইনের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুর আলম শিকদার ও তার স্ত্রী সাদিয়া চৌধুরীকে জামিন দেননি হাই কোর্ট।

তাদের আগাম জামিনের আবেদনটি ফেরত দেওয়া হয়েছে। গতকাল বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দীলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, শুনানির পর হাই কোর্ট জামিন দিতে অপারগতা প্রকাশ করে আবেদনটি ফেরত দিয়েছেন। এদিকে এ মামলায় মো. মঞ্জুর আলম শিকদার, তার স্ত্রী সাদিয়া চৌধুরীসহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত। তাদের সম্পত্তি ক্রোক করতেও নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা পাওয়া অন্য দুজন হলেন- মামলার অপর দুই আসামি আবুল কাশেম ও এস কে ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের মালিক মো. আল মামুন। মঞ্জুর আলম শিকদার ও সাদিয়া চৌধুরীসহ চারজনকে আসামি করে সম্প্রতি রাজধানীর বনানী থানায় মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ২০২০ সালের ২৬ জুলাই আলেশা মার্ট যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতর থেকে নিবন্ধন পায়। পরে প্রতিষ্ঠানটি ২০২০ সালের ১০ নভেম্বর ঢাকার উত্তর সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নেয়। আনুষ্ঠানিকভাবে আলেশা মার্টের যাত্রা শুরু ২০২১ সালের ৭ জানুয়ারি। মামলার বিবরণে বলা হয়েছে, যাত্রা শুরুর পর কম মূল্যে মোটরসাইকেল ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য সরবরাহের জন্য গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা নেয় প্রতিষ্ঠানটি। তবে বহু গ্রাহককে পণ্য না দিয়ে কিংবা টাকা ফেরত না দিয়ে ই-কমার্স ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে তারা টাকা পাচার করে।

সর্বশেষ খবর