বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩ ০০:০০ টা

কাফনের কাপড় পরে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

কাফনের কাপড় পরে আন্দোলনে সাত কলেজ শিক্ষার্থীরা

অনুত্তীর্ণ বিষয়ে মানোন্নয়ন পরীক্ষায় বসার সুযোগদানসহ কিছু দাবিতে নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। গতকাল দুপুর ১টা থেকে আন্দোলন শুরু করেন কলেজগুলোর শিক্ষার্থীরা। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে, অবরোধের কারণে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজিমপুর থেকে সায়েন্সল্যাব পর্যন্ত মিরপুর রোডে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েন রাস্তাগুলো দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য দফায় দফায় তাদের সঙ্গে কথা বলেন পুলিশ ও কলেজগুলোর শিক্ষক প্রতিনিধিরা। তবে, শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। দাবির বিষয়ে কলেজ প্রশাসনের নোটিস চান তারা। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে। এ সময় সেখান থেকে ১১ জনকে আটক করা হয়। এর আগে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিংয়ের সামনে শিক্ষার্থীদের ভোগান্তি বন্ধসহ সাত দফা দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের অধ্যক্ষদের বৈঠক শেষে এসব সমস্যার সমাধান করা হবে’- সাত কলেজের সমন্বয়ক সুপ্রিয়া ভট্টাচার্যের এমন আশ্বাসে সেদিন আন্দোলন স্থগিত করেছিলেন তারা। গতকাল দুপুরে তার সঙ্গে আবারও সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা। তবে দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ না আসায় দুপুরে আবারও নীলক্ষেত মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দাবির বিষয়ে তারা বলেন, সাত কলেজের সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরবর্তী বর্ষের ক্লাস, ইনকোর্স ও টেস্ট পরীক্ষা পর্যন্ত অংশগ্রহণ করার পর জানতে পারে যে তারা পূর্ববর্তী বর্ষে অনুত্তীর্ণ। তাদের মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষের পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানান তারা। শিক্ষার্থীরা জানান, অধিভুক্ত হওয়ার পর থেকেই কলেজগুলোর পরীক্ষার ফলাফল দেরিতে প্রকাশ হচ্ছে। ফলে দীর্ঘদিন পর ক্লাস-পরীক্ষায় অংশ নেওয়ায় পূর্ববর্তী বর্ষের ফলাফল অনুত্তীর্ণ এলে আবার ওই বর্ষে ভর্তি হতে হচ্ছে তাদের। এ সমস্যা সমাধানে সর্বোচ্চ তিন বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের মানোন্নয়ন পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার দাবি তাদের। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাদের যে দাবি, তা একদিনে পূরণ হওয়ার নয়। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, একাডেমিক কাউন্সিল, সাত কলেজের সমন্বয়ের বিষয় আছে। কিন্তু শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে চাচ্ছে না। রাস্তা অবরোধ করায় জনদুর্ভোগ তৈরি হয়েছে। আমরা আন্তরিকভাবে চাই, শিক্ষার্থীদের ওপর কোনো পুলিশি অ্যাকশন না নিতে। গত ৪ জুন সাত দফা দাবিতে ইডেন মহিলা কলেজের ফটক আটকে বিক্ষোভ দেখিয়েছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর