শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

৫০০ কোটি টাকার নোটিস সিইসিকে

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের কাছে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। তার ওপর হামলার ঘটনায় সিইসির বক্তব্য দায়িত্বহীন ও কুরুচিপূর্ণ আখ্যায়িত করে এই নোটিস পাঠানো হয়। নোটিসে সিইসিকে পদত্যাগ করতেও বলা হয়েছে। গতকাল মুফতি ফয়জুল করীমের পক্ষে সিইসিকে এ নোটিস পাঠান অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল বাসেত। নোটিসে বলা হয়েছে, ‘মুফতি ফয়জুল করীম কেবল বাংলাদেশের ঐতিহ্যবাহী সৈয়দ পরিবারের সন্তানই নন; তিনি একজন ধর্মীয়, আধ্যাত্মিক, রাজনৈতিক ব্যক্তি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির হিসেবে দেশ ও বিদেশে তার লাখ লাখ ভক্ত ও অনুসারী রয়েছে। ভোট কারচুপিতে বাধা দেওয়ার কারণে হত্যার উদ্দেশ্যে তার ওপর পরিকল্পিতভাবে হামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপনার বক্তব্য দায়িত্বজ্ঞানহীন, অযাচিত, কুরুচিপূর্ণ, অমানবিক, বেআইনি ও অনৈতিক। যার ফলে, আমার মোয়াক্কেলের শারীরিক, মানসিক, সামাজিক ও রাজনৈতিক অপূরণীয় ক্ষতিসাধিত হয়েছে। এর জন্য আপনিই দায়ী। এ ছাড়া তার মর্যাদা ও সুনামের অবর্ণনীয় ক্ষতি হয়েছে। তার আনুমানিক ক্ষতির পরিমাণ ৫০০ কোটি টাকা’। সাত দিনের মধ্যে নোটিস অনুযায়ী ব্যবস্থা না নিলে প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে উপযুক্ত আদালতে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিসে।

সর্বশেষ খবর