সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা

মাঠে জাপা, তৎপর আওয়ামী লীগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

মাঠে জাপা, তৎপর আওয়ামী লীগ

পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার কিছু অংশ নিয়ে ঠাকুরগাঁও-৩ আসন। দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ আসনেও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য রাজনৈতিক দলের মনোনয়নপ্রত্যাশী নেতারা তৎপর হয়ে উঠেছেন। তবে বর্তমানে মাঠ দখলে রয়েছে জাতীয় পার্টির।
বর্তমানে ঠাকুরগাঁও-৩ আসনে সংসদ সদস্য হিসেবে রয়েছেন জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মদ। নির্বাচন সামনে রেখে তৎপর হয়ে উঠেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির মনোনয়নপ্রত্যাশীরা। এ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বড় রাজনৈতিক দলগুলো।
নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের রাজনীতিতে চলছে নানা জল্পনা-কল্পনা। মনোনয়নের দৌড়ে রয়েছেন রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রবিউল ইসলাম রবি, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা। বিভিন্ন স্থানে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন নিয়ে বৈঠক করছেন। এ আসনে বিএনপির সম্ভাবনাময় প্রার্থী হচ্ছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম  জাহিদ। আওয়ামী লীগের নেতারা বলেছেন, নৌকা উন্নয়নের মার্কা। সরকারের ব্যাপক উন্নয়নমূলক কাজের জন্য মানুষ নৌকা মার্কা খুঁজে ভো দেবে। কারও কারও মতে,  এ আসনে সাবেক সংসদ সদস্য ইমদাদুল হকের বিকল্প নেই। আগামী নির্বাচনে তাকে নৌকা প্রতীক দিয়ে দলকে আরও এগিয়ে নেওয়া দরকার। ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক সংসদ সদস্য ইমদাদুল হককে পরাজিত করেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দীন আহম্মদ। তখন থেকেই আসনটি হাতছাড়া হয় নৌকা প্রতীকের। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ইমদাদুল হক,  জাতীয় পার্টি থেকে হাফিজ উদ্দীন আহম্মদ এবং ওয়ার্কাস পার্টি থেকে সাবেক সদস্য শহীদুল্লাহ শহীদ। কিন্তু আসনটি মহাজোটের রাজনীতিতে শরিক দল ওয়ার্কার্স পার্টির প্রার্থীকে ছেড়ে দেওয়ায় কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন আওয়ামী লীগ প্রার্থী। পরে ওই নির্বাচনে বিএনপিকে পরাজিত করে নির্বাচিত হন জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন। আসনটিতে মনোনয়নপ্রত্যাশীরা হলেনÑ পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা রবিউল ইসলাম রবি, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়। আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা বলছেন, উন্নয়নের জন্য এ এলাকায় নৌকা বিজয়ী হওয়া গুরুত্বপূর্ণ। ঠাকুরগাঁও-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ১১৮। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ১৫১ এবং মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ৯৬৭। মোট ভোট কেন্দ্র ১২১টি।

সর্বশেষ খবর