সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

যশোরের চার আসামির ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় যশোরের বাঘারপাড়ার মো. আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামিকে মৃত্যুদন্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন। আমজাদ হোসেন মোল্লা ছাড়া বাকি তিন আসামি পলাতক রয়েছেন। তারা হলেন মো. ওহাব মোল্লা, মো. মাহতাব বিশ্বাস ও মো. ফসিয়ার রহমান মোল্লা।

বুধবার এ মামলার রায়ের জন্য দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। গতকাল ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, মো. সাহিদুর রহমান ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুস সাত্তার পালোয়ান। গত ১১ মে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে যশোরের বাঘারপাড়ার আমজাদ হোসেন মোল্লাসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। এরপর এ বিষয়ে রায়ের জন্য অপেক্ষমান রাখেন ট্রাইব্যুনাল। এ মামলার বিচার চলাকালে মো. নওশের বিশ্বাস মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়। আমজাদ হোসেন মোল্লাকে ২০১৭ সালের ২২ মে এ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলার তদন্ত শুরু হয়ে ২০১৮ সালের ১৬ এপ্রিল শেষ হয়। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় চারটি অভিযোগ আনা হয়। সেসব অভিযোগের ওপর উভয়পক্ষের শুনানি শেষে রায়ের জন্য রাখেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর