সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা

৩০ টাকা দরে চাল পাবে কোটি পরিবার

নিজস্ব প্রতিবেদক

ত্রিশ টাকা কেজির চাল পাবে ১ কোটি পরিবার। সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি’র কার্ডধারীরা অন্যান্য পণ্যের সঙ্গে এ চাল কিনতে পারবেন। প্রতি কার্ডের বিপরীতে ৫ কেজি চাল দেওয়া হবে। গতকাল খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। মন্ত্রী জানান, বর্তমানে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাচ্ছেন। আগামী জুলাই থেকে তাদেরকে ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল দেওয়া হবে। সারা বছরই এ চাল দেওয়া হবে। একইসাথে সরকারের ওএমএস কর্মসূচিও চলমান থাকবে বলে জানান খাদ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ওএমএসের ডিজিটাল কার্ড তৈরি করছি। টিসিবির জিনিস যখন পাবেন, তখন একই প্যাকেটে তাদের এই চাল দেওয়া হবে সাধনচন্দ্র মজুমদার বলেন, চালের দাম যখন একটু বাড়তির দিকে থাকে, তখন সারা দেশে প্রায় দুই হাজার ৫০০ ডিলারের মাধ্যমে খোলাবাজারে খাদ্যপণ্য বিক্রি (ওএমএস) কার্যক্রম পরিচালিত হয়েছে। অতিরিক্ত দুই লাখ মেট্রিক টন ওএমএস বিতরণ হয়েছে সেই সময়।

সর্বশেষ খবর