সোমবার, ২৬ জুন, ২০২৩ ০০:০০ টা

পায়রায় ফের উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২০ দিন বন্ধ থাকার পর গতকাল থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দেশের সবচেয়ে বড় ১ হাজার ৩২০ মেগাওয়াটের কয়লাভিত্তিক পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। ডলার সংকটে কয়লা আমদানি করতে না পারায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র এতদিন বন্ধ ছিল। বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক এ এম খোরশেদুল আলম বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন, গতকাল সন্ধ্যা ৬টা ২২ মিনিটে পায়রা বিদ্যুৎ কেন্দ্র থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এ এম খোরশেদুল আলম বলেন, ‘আমরা আজ সন্ধ্যা ৬টা ২২ মিনিটে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে জাতীয় গ্রিডের সংযোগ স্থাপন করেছি। এখন আমরা ধীরে ধীরে বিদ্যুতের লোড বাড়িয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করব।’ কয়লা সংকটের কারণে গত ৫ জুন পুরোপুরি বন্ধ হয় পায়রা বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটিকে পুনরায় উৎপাদনে ফেরাতে শুক্রবার ৪১ হাজার ২০৭ টন কয়লা আমদানি করা হয়। তবে উৎপাদন শুরু হলেও এ বিদ্যুৎ কেন্দ্র এখনই পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যাচ্ছে না। প্রথমে উৎপাদনে আসছে কেন্দ্রটির প্রথম ইউনিটের বিদ্যুৎ এবং প্রথম ইউনিট থেকে আংশিক সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন করা হবে। গত ১১ জুন পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুনরায় শুরু করতে ৪০ হাজার টন কয়লা আমদানির ঋণপত্র খোলা হয়। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে নির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রটির চীনা অংশীদার চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি) এ কয়লা আমদানির ঋণপত্র খোলে। ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এ বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট আছে। প্রতিটির উৎপাদন সক্ষমতা ৬৬০ মেগাওয়াট।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর