রবিবার, ২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মহিষের তাণ্ডব থামাতে পুলিশের গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে যুবক আহত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

কোরবানির জন্য কেনা মহিষ ঈদের আগের দিন রশি ছিঁড়ে এলাকায় তান্ডব শুরু করলে কয়েকজন মহিষের গুঁতায় আহত হয়। একপর্যায়ে স্থানীয় জঙ্গলে ঢুকে পড়ে। রাতভর চেষ্টা করেও মহিষটি ধরতে না পেরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঈদের পরদিন গত শুক্রবার পুলিশ এলাকায় গিয়ে মহিষটিকে নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়ে। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এতে আহত হয় স্থানীয় এক যুবক। গুলিবিদ্ধ যুবকের নাম শান্ত মিয়া (২৪)। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্ছা লড়ছেন। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার দুপ্তারা এলাকার বাবুল মিয়ার ছেলে। তবে মহিষটি এখনো স্থানীয় বনের ভিতর ঘোরাফেরা করছে। ঘটনার সত্যতা স্বীকার করেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব। তিনি গণমাধ্যমকে বলেন, ঈদুল আজহার আগের রাতে কোরবানির উদ্দেশ্যে কেনা মহিষটি বেপরোয়া হয়ে শুক্রবার সকালে বিভিন্ন স্থানে তাণ্ডব চালালেও কেউ মহিষটিকে ধরতে পারেনি। এ অবস্থায় স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে টহলরত পুলিশ মহিষটিকে কৌশলে নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে মহিষটি আরও বেপরোয়া হয়ে ওঠে আশপাশের লোকজনের ওপর আক্রমণ করে। এ সময় মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ বাধ্য হয়ে মহিষটিকে নিয়ন্ত্রণ করতে তার পা লক্ষ্য করে গুলি চালায়। তবে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে শান্ত নামে এক যুবকের শরীরে লাগে। পরে পুলিশই তাকে হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি ভালো আছেন। তিনি আরও জানান, ‘মহিষটি বর্তমানে আড়াইহাজার উপজেলার দুপ্তারা চনপাড়া এলাকায় বনের ভিতর ঘোরাফেরা করছে। এ বিষয়ে মহিষটিকে লক্ষ্য করে গুলি বর্ষণকারী এসআই শহিদুল ইসলাম জানান, আমি গুলি করার পর শান্ত ভয়ে দৌড়াদৌড়ি করার ফলে তার পেটে গুলি লাগে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল দল ওই এলাকায় যায়। একপর্যায়ে এসআই শহিদুল ইসলাম পাগলা মহিষটিকে লক্ষ্য করে গুলি ছুড়লে তা লক্ষভ্রষ্ট হয়ে মহিষটির পেছনে থাকা যুবক শান্তর পেটের ডান পাশে লেগে যায়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয়রা শান্তকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

সর্বশেষ খবর