সোমবার, ৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পরীক্ষামূলকভাবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষামূলকভাবে অপরিশোধিত জ্বালানি তেলের সরবরাহ শুরু হয়েছে কক্সবাজারের মহেশখালীর সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পে (এসপিএম)। গভীর সাগরে অবস্থান করা ট্যাংকার জাহাজ ‘এমটি হোরে’ থেকে গতকাল দুপুরে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস শুরু হয়। পাইপলাইনের মাধ্যমে এখান থেকে অপরিশোধিত তেল চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে যাবে। এমটি হোরে সৌদি আরব থেকে আমদানি করা তেলের চালান নিয়ে আসে গত ২৪ জুন। এ পর্যন্ত বাংলাদেশে আসা সর্ববৃহৎ ক্রুড অয়েলবাহী ট্যাংকার জাহাজ এটি। এসপিএমের পরীক্ষামূলক কার্যক্রম শুরুর মধ্য দিয়ে আমদানি করা জ্বালানি তেল পরিবহন ও সঞ্চালনে নতুন প্রযুক্তিতে যুক্ত হলো বাংলাদেশ।

জানা গেছে, প্রায় ৮ হাজার ৩৪১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত সিঙ্গেল পয়েন্ট মুরিং প্রকল্পে (এসপিএম) পরীক্ষামূলকভাবে সাগর থেকে জ্বালানি তেল খালাসের এই কার্যক্রম সফল হলে আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পটির উদ্বোধন করবেন।

 

 

 

সর্বশেষ খবর