মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হাঁড়িভাঙা এলো ২০০ কোটি টাকা

নজরুল মৃধা, রংপুর

হাঁড়িভাঙা এলো ২০০ কোটি টাকা

এবার রংপুরে হাঁড়িভাঙা আম বাজারে আসার প্রথম দিকে ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হয়। মৌসুমের শেষের দিকে এখন ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ বছর শুধু হাঁড়িভাঙা আম বিক্রি করে এখানকার চাষিদের আয় হবে ২০০ কোটি টাকার ওপর।

কৃষি বিভাগের তথ্যমতে, মিঠাপুকুর উপজেলায় সবচেয়ে বেশি ১ হাজার ২৭০ হেক্টর, রংপুর সিটি করপোরেশন এলাকায় ২৫ হেক্টর, সদর উপজেলায় ৬০ হেক্টর, কাউনিয়া উপজেলায় ১০, গঙ্গাচড়া উপজেলায় ৩৭, পীরগঞ্জ উপজেলায় ৬০, পীরগাছায় ১০, বদরগঞ্জে ৪০০ এবং তারাগঞ্জে ১৫ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। এ বছর আমের উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৩০ হাজার টন। পদাগঞ্জের আম চাষি মানজারুল ইসলাম জানান, আর ১০-১২ দিন আম পাওয়া যাবে। তার তিনটি আমের বাগান রয়েছে। এর মধ্যে দুটি বাগানের আম শেষ হয়েছে। দুটি বাগান থেকে তার আয় হয়েছে ১০ লাখ টাকার ওপর।

আরেক আম চাষি নজরুল ইসলাম বলেন, এবার আমের বাজার ভালো ছিল। তারও ৫টি বাগানের আম বিক্রি করে ১২ লাখ টাকার ওপর আয় হয়েছে।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের উৎপাদন এবং কৃষকরা ভালো দাম পেয়েছেন। আরও বেশ কয়েকদিন আম বাজারে পাওয়া যাবে। তিনি বলেন, হাঁড়িভাঙা আমেই কৃষকের আয় হবে ২০০ কোটি টাকার বেশি।

সর্বশেষ খবর