মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মন্ত্রী এমপি কেন্দ্রীয় নেতাদের এলাকামুখী হওয়ার নির্দেশ

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংসদ নির্বাচনের প্রস্তুতি আওয়ামী লীগে

রফিকুল ইসলাম রনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের কেন্দ্রীয় নেতাসহ যারা এমপি-মন্ত্রী ও মনোনয়নপ্রত্যাশী রয়েছেন, তাদের এলাকামুখী হওয়ার নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশ দেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে আওয়ামী লীগ যেন এগিয়ে থাকে সেজন্য এ নির্দেশনা দেন টানা তিনবারের প্রধানমন্ত্রী। একই সঙ্গে আগামী নির্বাচনে জনপ্রিয় প্রার্থীকে দলের মনোনয়ন দেওয়ার ঘোষণা পুনরায় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এমন তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকসূত্র জানান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের আগে আমি তৃণমূলের কোথাও দ্বন্দ্ব থাকুক তা দেখতে চাই না। এখানে যেসব নেতা রয়েছেন, আপনারাও এলাকায় পালা করে যাবেন। নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। তাই তৃণমূল পর্যায়ে আপনারা যাবেন, এলাকার মানুষদের সঙ্গে কথা বলুন। উঠান বৈঠক করুন। সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন। তৃণমূলের ত্যাগী কর্মীদের কথা শুনুন। কোথাও কোনো সমস্যা থাকলে তা মিটিয়ে ফেলুন। যদি কোথাও সমস্যা মেটাতে সক্ষম না হন, আমাকে জানাবেন। যারা এ সমস্যা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন চলে আসছে, এখন সব দ্বন্দ্ব-কোন্দল ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। কারণ তৃণমূলের নেতা-কর্মীরাই আমার শক্তি। তাই দলের তৃণমূলকে শক্তিশালী করতে হবে। এ ছাড়া দলের যেসব বিভাগ, জেলা-উপজেলায় সম্মেলন হয়েছে, সেখানে পূর্ণাঙ্গ কমিটি গঠন না হলে, তা অতিদ্রুত করে ফেলুন।

মনোনয়ন বোর্ডের একাধিক সূত্র জানান, জনপ্রিয়তা, দলের জন্য অবদান, চট্টগ্রামে আওয়ামী লীগের নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির বিষয়টিকে প্রাধান্য দিয়ে মহিউদ্দিন বাচ্চুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। মহিউদ্দিন বাচ্চু দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ ও পরবর্তীতে যুবলীগের সভাপতি ছিলেন। দলের জন্য তরুণ নেতৃত্ব হিসেবে তিনি বিশেষ অবদান রেখেছেন। মনোনয়ন বোর্ডের এক সূত্র জানান, বিভিন্ন মাধ্যমে মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্যে এক নম্বরে ছিলেন বাচ্চু। এ বিষয়টিও তার মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। সভায় উপস্থিত একজন নেতা বলেন, প্রার্থী মনোনয়ন ছাড়াও আগামী নির্বাচনের বিষয়ে কিছু আলোচনা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মাঠ পর্যায়ে জোরালোভাবে নির্বাচনের কাজ শুরু করতে সবার প্রতি নির্দেশনা দিয়েছেন। তিনি চান, নির্বাচনী প্রস্তুতিতে আমরা যেন অন্যদের চেয়ে এগিয়ে থাকি।

সর্বশেষ খবর