বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

কেনাকাটায় আগ্রহ বেশি রক্ষণাবেক্ষণে কম

-ড. রশীদ-ই-মাহবুব

কেনাকাটায় আগ্রহ বেশি রক্ষণাবেক্ষণে কম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ডা রশীদ-ই-মাহবুব বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে  যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে থাকা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংশ্লিষ্টদের যন্ত্রপাতি কেনাকাটায় আগ্রহ বেশি কিন্তু রক্ষণাবেক্ষণে নজর কম।

গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উন্নত যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। এই খাতকে সচল করতে দুটি বিষয় জরুরি। প্রথমত, প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি কিনে বরাদ্দ করতে হবে। যারা এ বিষয়গুলো বোঝে তাদের মতামত নিয়ে কোথায় কি ধরনের যন্ত্র প্রয়োজন তা কিনতে হবে। এ বিষয়ে যাদের ধারণা নেই, তারা যন্ত্র কেনার মতামত দিলে তা কাজে আসবে না। দ্বিতীয়ত, যন্ত্র পরিচালনার জন্য দক্ষ জনবল নিয়োগ দিতে হবে। জনবল নিয়োগ না দিয়ে যন্ত্র কিনলে তা তো বাক্সবন্দি হয়ে নষ্ট হওয়াই স্বাভাবিক। কারণ যন্ত্রটা চালাবে যে, সে লোকটাই তো নেই। এ বিষয়গুলো নজরে না নিয়েই এখন কাজ করা হয়। পরিস্থিতি দেখে মনে হয় সংশ্লিষ্টদের যন্ত্র রক্ষণাবেক্ষণের চেয়ে কেনাকাটায় আগ্রহ বেশি।

সর্বশেষ খবর