বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

অবহেলায় নষ্ট হয় যন্ত্র

-গোলাম রহমান

অবহেলায় নষ্ট হয় যন্ত্র

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, ‘সরকারি হাসপাতালে যন্ত্রপাতি নষ্ট থাকলে সেবা পেতে বিড়ম্বনায় পড়ে মানুষ। এটা রাষ্ট্রীয় সম্পদের অপচয়ও বটে। অনেক সময় জনবল নিয়োগ না দিয়ে যন্ত্রপাতি কেনা হয়। অবহেলায় বাক্সবন্দী অবস্থায় নষ্ট হয়ে যায় কোটি টাকার যন্ত্র। এ বিষয়ে নজর দিয়ে জনগণের সেবা প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বাংলাদেশ প্রতিদিনকে আরও বলেন, জনবল নিয়োগ না দিয়েই অনেক সময় যন্ত্র কেনা হয়। এর জন্য সরকারের ক্রয়পদ্ধতি অনেকটাই দায়ী। এর পাশাপাশি আরও দায় রয়েছে হাসপাতালের দায়িত্বরত সংশ্লিষ্টদের। তাদের অবহেলা, অযন্তে নষ্ট হয়ে যায় মেশিনগুলো। ঠিকমতো রক্ষণাবেক্ষণের অভাবে এ ঘটনা ঘটে। তাই আমরা প্রত্যাশা করি- যন্ত্রপাতি যাতে নষ্ট হয়ে না পড়ে সেদিকে তারা নজর দেবেন। যন্ত্রপাতির সুষ্ঠু রক্ষণাবেক্ষণের মাধ্যমে মানুষের সেবা প্রাপ্তি নিশ্চিত করবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর