বুধবার, ৫ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বর্ষায় শোভা পাচ্ছে চালতা ফুল

নীলফামারী প্রতিনিধি

বর্ষায় শোভা পাচ্ছে চালতা ফুল

নীলফামারীতে বর্ষায় শোভা ও সৌরভ ছড়াচ্ছে চালতা ফুল। পাপড়ির শুভ্রতা, হলুদ পরাগ ও তারকাবৃত্তির গর্ভদন্ড চালতা ফুলের মোহনীয় রূপ প্রকৃতিজুড়ে ঝিলিক তুলেছে। এতে মুগ্ধ  সৌন্দর্যপিপাসুরাও। কদমের পরে বর্ষাকে চেনা যায় চালতা ফুলে। তবে অবহেলায় বেড়ে ওঠা চালতা গাছের ফুলের দিকে কজনই বা তাকায়? প্রকৃতির আলাদা গড়ন আর কারুকাজখচিত এ ফুলে মুগ্ধ হয়েছেন প্রকৃতির কবি জীবনানন্দ দাশ। তিনি লিখেছেন, আমি চলে যাব বলে/চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে...।

হাকিম মোস্তাফিজুর রহমান বলেন, চালতা ফুলের বহুবিধ ঔষধি ও পুষ্টিগুণে ভরপুর। ফল, পাতা, মূলে মানবদেহের বহুরোগ নিরাময়। ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ভিটামিন এ বি সিতে পরিপূর্ণ। ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম বলেন, চালতা মাঝারি আকারের চিরহরিৎ জাতীয় বৃক্ষ। গাছ ১৫-২০ মিটার পর্যন্ত উচ্চতায় হয়। চালতা গাছ লাভজনক না হলেও প্রকৃতির ভারসাম্য রক্ষায় ও শোভাবর্ধনে গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর