বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে

---- ইউনুছ আহমাদ, ইসলামী আন্দোলন

জাতীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ‘জাতীয় সরকারের অধীনে নির্বাচন ও সিইসির পদত্যাগ চাই।’ তিনি বলেন, ‘ক্ষমতাসীনরা এবারও জাতীয় সংসদ বহাল রেখে গায়ের জোরে তাদের অধীনেই আরেকটি প্রহসনের নির্বাচন করতে চায়। নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন  চাই।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘জাতীয় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। বরং আবারও ২০১৪ ও ২০১৮-এর নির্বাচনের মতো নির্বাচনের নামে প্রহসন হবে। আমরা বর্তমান সংসদ ভেঙে দিয়ে পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চাই।’ তিনি বলেন, ‘বর্তমান সরকারের ক্ষমতার মেয়াদ প্রায় শেষ প্রান্তে। আমরা চাই সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতার পালাবদল হোক। কিন্তু আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে তা এখনো পরিষ্কার নয়। শিগগিরই ইসলামী আন্দোলন প্রতিনিধিত্বশীল, দেশপ্রেমিক, রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে।’ তিনি বলেন, অবিলম্বে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালের পদত্যাগ চাই। তিনি পদত্যাগ করতে না চাইলে সাংবিধানিক প্রক্রিয়ায় দ্রুত তার অপসারণ চাই। বরিশালে মুফতি ফয়জুল করীমের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন তিনি। নির্বাচনকালীন জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা, কারাবন্দি সব আলেম এবং রাজবন্দির মুক্তি, জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির নির্বাচনব্যবস্থা প্রবর্তন এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান মাওলানা ইউনুছ আহমাদ। নির্বাচনী  প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বছর সমগ্র দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে। দাবি আদায় হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।

সর্বশেষ খবর