বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ নয়

----- জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিস

নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ নয়

বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রাথমিকভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে তার দল। তিনি বলেন, কেন্দ্র থেকে সারা দেশে প্রার্থী চেয়ে তৃণমূলে চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৯ জুলাই কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস নির্বাচনে অংশ নেবে না। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় না এটা ক্ষমতাসীন আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে।’ একক, না জোটগতভাবে ভোট করবেন- জানতে চাইলে তিনি বলেন, ‘এককভাবে নির্বাচনের প্রস্তুতি চলছে। তবে ইসলামী দলগুলোকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের প্রচেষ্টা চলছে। জোট গঠন হলে সমঝোতার মাধ্যমে নির্বাচনে অংশ নেব।’

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, জাতীয় নির্বাচন ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির কঠোর অবস্থানে বিদেশি শক্তি দেশের নির্বাচন নিয়ে নাক গলাচ্ছে। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিদেশি দুটি পক্ষের অবস্থান স্পষ্ট হচ্ছে, যা দেশের জন্য অশনিসংকেত। উদ্ভূত এ পরিস্থিতির কারণে দেশের মানুষ উদ্বিগ্ন। তাই জাতীয় নির্বাচন নিয়ে সংকট তৈরি না করে সব দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সংকট সমাধান করতে হবে। দেশের মানুষ সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সময়ের দাবি। তিনি বলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ। ব্যবসায়ীদের একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে জনজীবন দুর্বিষহ করে তুলছে। চামড়াশিল্প খাতও সিন্ডিকেটের কবলে ধ্বংসের দ্বারপ্রান্তে। এ অবস্থায় সিন্ডিকেটকারীদের কঠোর শাস্তি এবং তাদের লাইসেন্স বাতিল করতে হবে, যাতে তারা আর সিন্ডিকেট করার সাহস না পায়।

সর্বশেষ খবর