বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই প্রার্থীর ছড়াছড়ি

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

আওয়ামী লীগ ও বিএনপি দুই দলেই প্রার্থীর ছড়াছড়ি

সন্দ্বীপ উপজেলার ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৩ সংসদীয় আসন। আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা এ আসনের বর্তমান এমপি। আগামী নির্বাচনে তিনি আবারও মনোনয়নপ্রত্যাশী। পাশাপাশি আরও অর্ধডজন আওয়ামী লীগ নেতা দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে রয়েছেন। একইভাবে রাজপথের বিরোধী দল বিএনপির সম্ভাব্য প্রার্থীও অর্ধডজনের মতো। এ আসনে দুই দলেরই প্রার্থীর ছড়াছড়ি। জানতে চাইলে বর্তমান এমপি মাহফুজুর রহমান মিতা বলেন, ‘সরকার আমার মাধ্যমে এলাকায় প্রচুর উন্নয়ন করেছে। প্রত্যাশা করছি উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে দল থেকে আমাকে মনোনয়ন দেবে।’

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত রয়েছি। কিন্তু বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।’

জানা যায়, আওয়ামী লীগের মনোনয়নে টানা দুবারের এমপি মাহফুজুর রহমান মিতা এলাকায় নিজের শক্তিশালী বলয় গড়ে তুলেছেন। তবে তার বিরুদ্ধে রয়েছে দলীয় নেতা-কর্মীদের ওপর মামলা-হামলা এবং নিজস্ব সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ। যে কারণে এবার তিনি মনোনয়নযুদ্ধে পড়তে পারেন অগ্নিপরীক্ষায়। এ ছাড়া তৃণমূলের একটি অংশ মিতার পরিবর্তে স্বচ্ছ ভাবমূর্তির নতুন প্রার্থীর দাবি জানাচ্ছে। আওয়ামী লীগে বর্তমান এমপি ছাড়াও সম্ভাব্য প্রার্থীরা নানা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন জেলা যুবলীগ নেতা মিজানুর রহমান চেয়ারম্যান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় সভাপতি জামাল উদ্দিন চৌধুরী, সাবেক পৌর মেয়র জাফর উল্লাহ টিটু, উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আফতাব খান অমি প্রমুখ। বিএনপির সাবেক এমপি মোস্তাফা কামাল পাশা শারীরিকভাবে অসুস্থ। আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে এই নেতা আবারও দলের মনোনয়নে নির্বাচন করতে আগ্রহী বলে তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন। তবে তার সঙ্গে মনোনয়ন লড়াইয়ে নামতে প্রস্তুত তরুণ বেশ কয়েকজন নেতাও। এ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর মধ্যে রয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, লন্ডনপ্রবাসী বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত সদস্য তরিকুল ইসলাম তেনজিং, নুরুল মোস্তফা খোকন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল। অন্য দলগুলোর মধ্যে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা ভিতরে ভিতরে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন সিকদার ও উপজেলা আমির সিরাজুল ইসলাম ফিরোজ আলোচনায় আছেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ সালাম, ইসলামী আন্দোলনের মাওলানা মনসুরুল হক জিহাদী, জাসদের (ইনু) কেন্দ্রীয় নেতা নুরুল আকতার সংশ্লিষ্ট দলের মনোনয়নপ্রত্যাশী। এনপিপি থেকে গতবারের প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মুকতাদের আজাদ খান ফের নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে।

সর্বশেষ খবর