বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রোবট বানিয়ে চমক দরিদ্র স্কুলছাত্রের

দিনাজপুর প্রতিনিধি

রোবট বানিয়ে চমক দরিদ্র স্কুলছাত্রের

দিনাজপুরের খানসামার প্রত্যন্ত এলাকার দরিদ্র স্কুলছাত্র অনুকূল রোবট বানিয়ে চমক সৃষ্টি করেছে। তার তৈরি রোবটটি সামনে-পেছনে এগিয়ে যাওয়া, হাতের বিভিন্ন অঙ্গভঙ্গিসহ অনেক কিছুই করতে পারে। প্রয়োজনীয় অর্থ ও কারিগরি সহায়তা পেলে আরও দৃষ্টান্তমূলক কিছু করতে পারবে বলে জানায় অনুকূল রায়। রোবটটি দেখতে আত্মীয়স্বজন, প্রতিবেশী, বন্ধুবান্ধবসহ উৎসুক মানুষ প্রতিদিন ভিড় করছে। অনুকূল রায় খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের  গোয়ালপাড়া গ্রামের রণজিৎ রায়ের ছেলে এবং আঙ্গারপাড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রোবটটি তৈরি করতে তার নয় মাস লেগেছে।

এ ব্যাপারে অনুকূল রায় বলে, ‘এখানে আমার প্রায় ৩ হাজার টাকা খরচ হয়েছে। আমি চেয়েছিলাম কম খরচে এটি বানাতে। তবে ৬ হাজার টাকা খরচ করতে পারলে এটি কথা বলতে পারবে বলে আশা করি।’

এ বিষয়ে তার বাবা রণজিৎ রায় বলেন, অনুকূল তার হাতখরচের টাকা বাঁচিয়ে এটা তৈরি করেছে। সে ছোট থেকেই বিভিন্ন জিনিস তৈরি করতে চাইত।

আঙ্গারপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক বলেন, ‘অনুকূল যদি সরকারি সহযোগিতা পায় তাহলে সে অবশ্যই ভালো কিছু করবে।’

খানসামা উপজেলা চেয়ারম্যান শফিউল আজম চৌধুরী লায়ন বলেন, ‘অনুকূলদের হাত ধরে আমাদের দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশে পরিণত হবে।’

সর্বশেষ খবর