শুক্রবার, ৭ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সুদের হার বাড়ানোর প্রভাব পড়েছে শেয়ারবাজারে

-শাকিল রিজভী

সুদের হার বাড়ানোর প্রভাব পড়েছে শেয়ারবাজারে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও সাবেক সভাপতি মো. শাকিল রিজভী বলেছেন, শেয়ারবাজারে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই আতঙ্কের একটি বড় কারণ অর্থনৈতিক অস্থিতিশীলতা। সম্প্রতি মুদ্রানীতিতে ব্যাংক সুদের হার বাড়ানো হয়েছে। আমানতের সুদের হারও বেড়েছে। এতে শেয়ারবাজারে তারল্য কিছুটা কমেছে। বিনিয়োগকারীদের অনেকে এফডিআরে বিনিয়োগ করছে। শেয়ারবাজারে বিনিয়োগে যে ঝুঁকি আছে সেটা অনেকে নিতে চাচ্ছেন না। তবে শেয়ারবাজারে বিনিয়োগে স্বল্পকালীন ঝুঁকি থাকলেও দীর্ঘমেয়াদে অবশ্যই মুনাফা পাওয়া যায়। তা ব্যাংকের চেয়ে বেশি। এটা সবার মনে রাখা উচিত। স্থায়ী সম্পদের দাম কখনো কমে না। তাই বাজারে এখন বিনিয়োগের উত্তম সময়। বাংলাদেশ প্রতিদিনকে শাকিল রিজভী বলেন, বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে ভীত হওয়ার কিছু নেই। কর্তৃপক্ষ বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যে নিয়েছে। বাজার দ্রুত গতিশীল হয়ে উঠছে। তিনি বলেন, নানা ধরনের সংকট হতে গুজবে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের প্রভাব শেয়ারবাজারে পড়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে।

সর্বশেষ খবর