শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সুইডেনে কোরআনের অবমাননার প্রতিবাদে গতকাল জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের সামনে বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বের করে -বাংলাদেশ প্রতিদিন

সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে  রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট ও মিরপুরে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী। ‘সম্মিলিত ইসলামী দলসমূহের’ ব্যানারে বায়তুল মোকাররমে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জানা যায়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে ৪৬টি দল ও সংগঠনের সমন্বয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী দলসমূহ’। মিছিলটি  পল্টন, বিজয়নগর, কাকরাইল হয়ে কালভার্ট রোডে সমাবেশ করে। মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ আশরাফী, সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক খলিলুর রহমান মাদানী, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, আহকামে শরিয়া হেফাজত কমিটির সহসভাপতি মুফতি আবুল ইউছুফ খান, খেলাফতে রব্বানির মহাসচিব মাওলানা লুৎফর রহমান, ছারছিনার পীর শাহ আবদুল্লাহ সিদ্দিকী, কওমি মুভমেন্টের মহাসচিব মাওলানা শফিকুল ইসলাম নরসিংদী প্রমুখ।

এদিকে জামায়াতের মিছিলটি মিরপুর ১ নম্বর গোলচত্বর এলাকা থেকে শুরু হয়ে দারুস সালাম টেকনিক্যাল এলাকায় গিয়ে শেষ হয়। এর আগে ১ নম্বর গোলচত্বর এলাকায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।

বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের যে কোনো ধরনের অবমাননা বিশ্বমুসলিম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না। মুসলিম উম্মাহ এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তুলবে। তারা সুইডেন সরকারকে অবিলম্বে অপরাধীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। এদিকে দেশের বিভিন্ন স্থানে কোরআন শরিফ পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য। লক্ষ্মীপুর : কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে জুমার নামাজ শেষে দক্ষিণ তেমুহনী থেকে মিছিল বের করে জামায়াত শিবিরের শত শত নেতা-কর্মী। পরে উত্তর তেমুহনীতে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমির রুহুল আমিন ভুঁইয়া, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহ প্রমুখ। দিনাজপুর :  বাদ জুমা বিরামপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওলামা মাশায়েখ পরিষদ। পরে ঢাকা মোড়ে এক সমাবেশে বিরামপুর  কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মোশাররফ হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আল্লামা আবদুুল হাকিম, মাওলানা নূরুজ্জামান, মাওলানা আবদুন নূর, আনিছুর রহমান, আমিনুল ইসলাম, বেলাল হোসেন, মুফতি সোহরাব হোসাইন প্রমুখ। হবিগঞ্জ : কোরআন অবমাননার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমা কোর্ট মসজিদ প্রাঙ্গণে সমাবেশ শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌধুরীবাজার মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কোর্ট মসজিদের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী, মাওলানা ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ।

পঞ্চগড় : জুমার নামাজের পর শহরের বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে জমায়েত হন। পরে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে সরকারি অডিটোরিয়ামের সামনের সড়কে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মুফতি আ ন ম আবদুল করিম, দেলোয়ার হুসাইন, মির তুহিনসহ অন্যান্য মুসল্লিরা। পাবনা : সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে শহরের চাপা মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মো. আবদুস শাকুরের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসাইন, সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল গাফফার খানসহ ওলামা মাশায়েখ পরিষদের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর