শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বরিশালে সাড়ে ১৩ বছর পর জামায়াতের মিছিল-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে সাড়ে ১৩ বছর পর প্রকাশ্যে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে ইসলাম ধর্মের অবমাননা করার প্রতিবাদে বরিশালে এই বিক্ষোভ করে মহানগর জামায়াতে ইসলামী।

গতকাল জুমার নামাজ শেষে নগরীর হেমায়েত উদ্দিন রোডের জামে কসাই মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জামায়াত নেতা-কর্মীরা। মিছিলটি নগরীর সদর রোড এবং ফজলুল হক এভিনিউ হয়ে সিটি করপোরেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর শাখার সেক্রেটারি মো. মতিউর রহমান, জেলা কমিটির সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ এবং মহানগর শিবিরের সভাপতি বাইজিদ বোস্তামী।

সমাবেশে বক্তারা সুইডেনের সঙ্গে বাংলাদেশের সব সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। কোরআন অবমাননাকারীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

জামায়াতের মিছিল সমাবেশকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাড়ে ১৩ বছর পর অনুমতি নিয়ে এই মিছিল সমাবেশ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক মো. শাহআলম।

সর্বশেষ খবর