শনিবার, ৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

রোগী গাইলেন ‘মিলন হবে কত দিনে...’

অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার

দীপক দেবনাথ, কলকাতা

অপারেশন থিয়েটারে ডাক্তাররা যখন প্রসবকালীন অস্ত্রোপচারে ব্যস্ত, তখন চিকিৎসকদের এবং নিজের মানসিক চাপ কমাতে বেডে দরাজ গলায় রোগী গাইলেন, ‘মিলন হবে কত দিনে... আমার মনের মানুষেরই সনে...’। গান শুনতে শুনতেই একদিকে চিকিৎসকরা যেমন যথেষ্ট ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার সারলেন, তেমনি সেই গান গাইতে গাইতে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন মা। আপাতত মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন। শুধু চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীরাই নন, সামাজিক যোগাযোগমাধ্যমে সে গান ছুঁয়েছে আপামর জনতার হৃদয়। ঘটনাটি দিন-তিনেক আগেকার। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরের হরিপুর এলাকার সংগীতশিল্পী গৌতম মন্ডল ও তার স্ত্রী চন্দ্রা পোদ্দার মন্ডল। প্রচ- রক্তক্ষরণ নিয়ে গত মঙ্গলবার রাতের দিকে চন্দ্রাকে ভর্তি করানো হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। আগের চিকিৎসা সম্পর্কিত সব নথি দেখে হাসপাতাল থেকে জানানো হয়, রোগীর কমপ্লিট প্লাসেন্টা প্লিডিয়া, অর্থাৎ জরায়ুর ফুল প্রসব মুখে আটকে রয়েছে। এ ধরনের অপারেশনে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা থাকে। ফলে ব্লাডব্যাংক-বিহীন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অপারেশন করানো এক কথায় ছিল যথেষ্ট ঝুঁকিপূর্ণ কাজ। তবে রোগীর স্বামী গৌতম মন্ডল এ হাসপাতালের চিকিৎসক মহিলা বিশেষজ্ঞ ডা. পবিত্র ব্যাপারীর একের পর এক সাফল্যের কথা জানতেন, আর সে কারণেই তিনি অন্যত্র কোথাও না গিয়ে এ হাসপাতালের ওপরেই ভরসা রাখেন।

এরপর ডা. ব্যাপারী হাসপাতাল সুপারিনটেনডেন্ট ডা. তারক বর্মণের সঙ্গে আলাপ-আলোচনা করে রক্তক্ষরণ কম হওয়ার ইনজেকশন দেন। পাশাপাশি প্রয়োজনে রক্ত জোগান রাখার কথা বলা হয় পরিবারের সদস্যদের। এরপর বুধবার সফলভাবে অস্ত্রপ্রচার সম্ভব হয়। প্রসবকালীন অস্ত্রোপচারের সময় চিকিৎসকের অনুরোধে নিজের গলায় লালনগীতি শোনান রোগী। শেষে চিকিৎসকদের প্রচেষ্টায় সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক কন্যাসন্তান জন্ম দেন চন্দ্রা। সফল এ অস্ত্রোপচারের পর ডা. ব্যাপারীকে ঈশ্বর বলে আখ্যায়িত করেন নবজাতকের বাবা গৌতম মন্ডল। তিনি বলেন, এসব বিদেশে সম্ভব হয় জানতাম, তবে আমাদের হাসপাতালে এ ধরনের ঘটনা বিরল এবং আশ্চর্যের। রোগীর গান গাওয়া প্রসঙ্গে ডা. ব্যাপারী জানান, একদিকে নিজেদের দুশ্চিন্তা, অন্যদিকে রোগীর রক্তচাপ। স্নায়বিক দুর্বলতা কাটাতে তিনি রোগীর সঙ্গে অস্ত্রোপচারের সময় কথা বলেন। গান-কবিতা জানা থাকলে তা শুনতে চান। গানের লাইন অনুযায়ী তিনি বলেন, চন্দ্রার সঙ্গে তার মনের মানুষ অর্থাৎ কন্যাসন্তানের মিলন হয়েছে, তাই নবজাতকের নামকরণ করেছি ‘আত্মজা’।

সর্বশেষ খবর