শিরোনাম
রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হতাশাজনক উদ্যোগ দুই সিটির : টিআইবি

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘পরিস্থিতি ভয়াবহ হতে পারে, এ জাতীয় সতর্কবার্তা ছিল। তা সত্ত্বেও রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে দুই সিটি করপোরেশনের উদ্যোগ হতাশাজনক। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বয়হীনতা, পরিকল্পনা, পূর্বপ্রস্তুতি ও কার্যকর বাস্তবায়নের ঘাটতিতে সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। জবাবদিহির অভাব, অনিয়ম, দুর্নীতির ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছে টিআইবি। গতকাল গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংস্থাটি এ মন্তব্য করেছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘গবেষণায় প্রাপ্ত তথ্যকে যথাযথ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট খাতে বিশেষজ্ঞদের সম্পৃক্ত করে ডেঙ্গু প্রতিরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত প্রচেষ্টা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ছিল না। আর যেটুকু উদ্যোগ দেখা গেছে, তা পরিস্থিতি বিবেচনায় অপ্রতুল। কিংবা লোক দেখানো প্রচারণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। রাজধানীতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রোধ করার যে সম্ভাবনা ছিল, সেদিকে কর্তৃপক্ষের দৃষ্টি বাস্তবে কতটুকু ছিল, তা প্রশ্নবিদ্ধ।’ শুধু রাজধানীই নয়, সারা দেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। তাই এটিকে জরুরি জনস্বাস্থ্য সংকট ঘোষণা দিয়ে জাতীয় পর্যায় থেকে সমন্বিতভাবে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক।

সর্বশেষ খবর