রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হারিয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মৃৎশিল্প

ঠাকুরগাঁও প্রতিনিধি

হারিয়ে যাচ্ছে ঠাকুরগাঁওয়ের মৃৎশিল্প

হারিয়ে যেতে বসেছে ঠাকুরগাঁওয়ের মৃৎশিল্প। ধাতব, প্লাস্টিক, মেলামাইন ও চিনামাটির তৈরি তৈজসপত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় কদর কমেছে মাটির তৈরি সামগ্রীর। এতে ধস নেমেছে এ শিল্পের। বাপ-দাদার ঐতিহ্য ধরে রাখতে গ্রামের কিছু মানুষ এখনো এই পেশায় যুক্ত থাকলেও অনেকেই পেশা বদলেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন, সময়ের চাহিদা মাথায় রেখে পণ্য তৈরি করলে মৃৎশিল্প টিকিয়ে রাখা সম্ভব।

ঠাকুরগাঁও সদর উপজেলার আঁকচা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই মৃৎশিল্পের সঙ্গে জড়িত। তারা মাটির হাঁড়ি, পুতুল, কলসি, প্রদীপসহ রকমারি জিনিসপত্র তৈরি করেন। তবে সময়ের পরিবর্তনে বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছেন না তারা।

মৃৎশিল্পীরা বলছেন, বাজারে প্লাস্টিক পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় মাটির তৈরি জিনিসপত্রের কদর কমে গেছে। ঐতিহ্যের টানে এখনো এই শিল্পে জড়িত থাকলেও জীবিকা নির্বাহে তাদের কষ্ট হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহায়তা পেলে এই শিল্প টিকিয়ে রাখা সম্ভব।

জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের উপব্যবস্থাপক নূরেল হক বলেন, আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে পণ্য উৎপাদন করলে এই শিল্প হারাবে না। বরং কদর আরও বাড়বে।

সর্বশেষ খবর