রবিবার, ৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

নেশাগ্রস্ত হয়ে গাড়ি দুর্ঘটনা, নিউইয়র্কে বাংলাদেশির জেল

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানোর সময় আরেকটি গাড়িকে ধাক্কা দিলে সেই গাড়ির ড্রাইভারের মৃত্যু হয়। ২০২০ সালের ২০ নভেম্বরের ওই অপরাধের বিচারে ৬ জুলাই বাংলাদেশি যুবক আলামিন আহমেদকে ৭ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। একই অপরাধে অন্য বাংলাদেশি মীর ফাহমিদের (২৫) বিরুদ্ধে দন্ড ঘোষণা করা হবে আগস্টে। নিউইয়র্ক সিটির কুইন্স ক্রিমিনাল কোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলা সূত্রে জানা যায়, ভোররাত ৪টার সময় দুজন প্রতিযোগিতামূলকভাবে ৯৭ মাইল বেগে গাড়ি চালিয়ে রেড লাইট অতিক্রম করে ইউনিয়ন টার্নপাইক দিয়ে যাওয়ার সময় দক্ষিণ দিক থেকে একই পথ অতিক্রমকারী টয়োটা গাড়িকে প্রচ- বেগে ধাক্কা দিলে সেই গাড়ির ড্রাইভার ডেনিয়েল ক্রোফোর্ড (৫২) মারা যান।  এই মামলায় দোষ স্বীকার করেছিলেন আলামিন। এ জন্য তাকে মাত্র ৭ বছরের দন্ড দেওয়া হয়। মীর ফাহমিদেরও একই ধরনের দন্ড হতে পারে বলে মনে করা হচ্ছে।

সর্বশেষ খবর