মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মাঠ প্রশাসনে আরও রদবদল

নিজস্ব প্রতিবেদক

মাঠ প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে নতুন বিভাগীয় কমিশনার, তিন বিভাগের পাঁচজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও আট জেলার নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) পরিচালক (অতিরিক্ত সচিব)-কে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মো. জসিম উদ্দিন এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব সৈয়দা ফারহানা কাউনাইনকে সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সরোজ কুমার নাথ ও স্বাস্থ্যসেবা বিভাগ যুগ্মসচিব মো. হেলাল হোসেনকে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে। এ ছাড়া যাদের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন- জননিরাপত্তা বিভাগ উপসচিব মো. শামীম হাসানকে মেহেরপুরে, প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক আবদুল্লাহ আল খায়রুমকে শেরপুরে, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ উপসচিব মো. ইমরান আহমেদকে জামালপুরে, মন্ত্রিপরিষদ বিভাগ উপসচিব মো. আবুজাফর রিপনকে মুন্সীগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব মোহাম্মদ মোবাশ্বের হাসানকে রংপুরে, জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব রেহেনা আকতারকে মানিকগঞ্জে, প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. মাহমুদুল হককে নারায়ণগঞ্জে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব ড. কিসিঞ্জার চাকমাকে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর