মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ঢাকা কলেজের সামনে শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা কলেজের ফটকের সামনে রিকশা থামিয়ে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগে নিউমার্কেট থানায় মামলা করেছেন ভুক্তভোগী এক নারী। রবিবার রাতে তিনি এ মামলা করেন। মামলা হওয়ার পরপর এ মামলায় ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। এর আগে গত ২১ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা কলেজের ফটকের সামনে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিউমার্কেট থানা সূত্রে জানা যায়, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসার পর ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী থানা ফটকের সামনে অবস্থান নেন। এ বিষয়ে গতকাল নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গণি সাবু বলেন, ওই মামলায় এখনো কাউকে আটক করা হয়নি। সূত্র জানায়, গত ২১ জুন দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আরেক নারীসহ ব্যাটারিচালিত রিকশায় তল্লাবাগ যাচ্ছিলেন ভুক্তভোগী নারী। ঢাকা কলেজের সামনে কয়েকজন পথ আটকিয়ে তার শ্লীলতাহানি করে। স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেয় তারা।

সর্বশেষ খবর