বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ক্যাব সভাপতি বললেন

অস্বাভাবিক মূল্য বৃদ্ধি সরকারের ব্যর্থতায়

নিজস্ব প্রতিবেদক

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেছেন, আপাতদৃষ্টিতে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহে ঘাটতি নেই। তা সত্ত্বেও দেশে উৎপাদিত এবং বিদেশ থেকে আমদানিকৃত নিত্যপ্রয়োজনীয় প্রায় সব পণ্যের মূল্য হু হু করে বাড়ছে। অধিকাংশ পণ্যের মূল্য এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। সাধারণ মানুষ মূল্যবৃদ্ধিতে কষ্টে আছে। তাদের জীবনমানে নেতিবাচক প্রভাব পড়ছে। মানুষ মনে করে সরকারের ব্যর্থতার কারণে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। লিখিত বক্তব্যে ক্যাব সভাপতি বলেন, অনেকে সঞ্চয় ভেঙে আর ধারকর্জ করে অতিপ্রয়োজনীয় পণ্য ক্রয় করছে। সরকার বলছে, করোনা মহামারি পরবর্তী সময়ে বিশ্বজুড়ে সরবরাহ সংকট, বর্ধিত চাহিদা, জাহাজ ভাড়া বৃদ্ধি, এক বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইত্যাদি কারণে পণ্যমূল্য বেড়েছে। তিনি বলেন, এসব কোনো ব্যাখ্যাই সাধারণ মানুষের কাছে প্রাসঙ্গিক নয়। মানুষ মনে করে সরকারের ব্যর্থতার কারণে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হচ্ছে। ক্যাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক ড. এম শামসুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়া, ঢাকা জেলা কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম শামস এ খান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাবেক মহাপরিচালক আবুল হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর