বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

পুলিশের তাড়ায় পালাতে গিয়ে মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার সীমান্তবর্তী ভাল্লুকশী গ্রামে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় পড়ে গিয়ে রফিক হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। তবে পুলিশ কাউকে ধাওয়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গৌরনদী উপজেলার সীমান্তবর্তী আগৈলঝাড়ার ভাল্লুকশী গ্রামের মিজানের দোকানের পেছনে তাস খেলছিল কয়েকজন। বেলা ১১টার দিকে গৌরনদী থানা পুলিশের একটি দল পার্শ্ববর্তী মাগুরা গ্রামে যাওয়ার পথে ওই ব্যক্তিদের প্রকাশ্যে তাস খেলতে নিষেধ করে। দুপুর দেড়টার দিকে পুলিশের দলটি ওই পথ দিয়ে ফেরার পথেও ওই ব্যক্তিদের তাস খেলতে দেখে। এ সময় পিকআপ থামিয়ে পুলিশের দুই সদস্য তাদের ধাওয়া করে। ঘটনাস্থলে থাকা দুই দর্শনার্থীকে মারধর করা হয়। সেখান থেকে দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে রফিক হাওলাদার আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগেও রফিক দুবার স্ট্রোক করেছিলেন, জানিয়েছেন তার বন্ধুরা। এদিকে পুলিশের ধাওয়া খেয়ে পড়ে গিয়ে রফিক হাওলাদারের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বিকালে ভাল্লুকশী গ্রামে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা। স্থানীয় রাজিহার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য অনিল ফকিরের নেতৃত্বে মিছিল থেকে অভিযুক্ত পুলিশ সদস্যদের চিহ্নিত ও তাদের বিচার দাবি করা হয়। গৌরনদী থানার একটি টহল পিকআপের প্রধান উপ-পরিদর্শক আবদুল হক জানান, তারা কাউকে ধাওয়া দেননি। পুলিশের পিকআপ দেখে কেউ দৌড়ে পালানোর সময় পড়ে গিয়ে মারা গেছে কি না তা তাদের জানা নেই। আগৈলঝাড়া থানার ওসি গোলাম সরোয়ার বলেন, ভাল্লুকশী গ্রাম আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী এবং প্রত্যন্ত অঞ্চলে। অতি প্রয়োজন ছাড়া আগৈলঝাড়া থানার পুলিশ সেখানে যায় না। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর