রবিবার, ১৬ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৩০ কেজির কালো পোপা সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি

কক্সবাজার প্রতিনিধি

৩০ কেজির কালো পোপা সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি

বঙ্গোপসাগরের বারোবাইন এলাকা থেকে ধরা ৩০ কেজি ওজনের কালো পোপা মাছটি বিক্রি হয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকায়। গতকাল ভোরে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিবপাড়ার বাসিন্দা সৈয়দ আহমদের ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি টেকনাফের বাহারছড়া ঘাটে আনা হয়। সেখানে দাম হাঁকানো হয় সাড়ে ৭ লাখ টাকা। পরে আলী আহমদ নামে এক মাছ ব্যবসায়ী ৭ লাখ টাকায় মাছটি কিনে নেন। তিনি কক্সবাজার ফিশারিজ ঘাটের মাছ ব্যবসায়ী সুলতান আহমদের কাছে সাড়ে ১০ লাখ টাকায় মাছটি বিক্রি করে দেন। মাছ ব্যবসায়ীরা বলছেন, পুরুষ প্রজাতির কালো পোপা মাছের বায়ুথলি মোটা ও বড় হয়। পোপা মাছের বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা যায় বলে বিভিন্ন দেশে এ মাছের প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে পুরুষ কালো পোপার দাম এত বেশি। মাছ ব্যবসায়ী আলী আহমদ বলেন, ৩০ কেজি ওজনের কালো পোপাটির বায়ুথলি প্রায় ৯০০ গ্রাম হবে। তিনি মাছটি ৭ লাখ টাকায় কিনে কক্সবাজার ফিশারিজ ঘাটে নেন। সেখানকার মাছ ব্যবসায়ী সুলতান আহমদ সাড়ে ১০ লাখ টাকায় মাছটি কিনে নেন। সুলতান আহমদ মাছটি চট্টগ্রাম ফিশারিজ ঘাটে নিয়ে যাবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর