মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বিমানের সিটের নিচে সোনা মিলল ২৫ কেজি, যাত্রীর কাছে ৩ কেজি

নিজস্ব প্রতিবেদক

বিমানের সিটের নিচে সোনা মিলল ২৫ কেজি, যাত্রীর কাছে ৩ কেজি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ২৮ কেজি সোনা জব্দ করা হয়েছে। রবিবার মধ্যরাতে দুবাই থেকে আসা এমিরেটসের ইকে-৫৮৪ ফ্লাইটটি তল্লাশি করে ১১টি পৃথক সিটের নিচ থেকে ২৫ কেজি সোনা পাওয়া যায়। এসব সোনা তরল পেস্ট করে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো ছিল। এর আগে একই দিন বিকালে তিন ব্যক্তির পায়ুপথ থেকে প্রায় ৩ কেজি সোনা জব্দ করা হয়। গতকাল বিমানবন্দরে আয়োজিত শুল্ক গোয়েন্দার সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শুল্ক গোয়েন্দা সূত্র জানান, দুবাই থেকে আসা ফ্লাইটটিতে ঢাকা কাস্টম হাউস এবং অন্যান্য সংস্থার অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিমানটির ১১টি সিটের নিচ থেকে ৯৮টি নীল রঙের স্কচটেপে মোড়ানো ডিম্বাকৃতির স্বর্ণপেস্ট জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণপেস্টের ওজন প্রায় ২৭ কেজি ৬০০ গ্রাম। পরে কষ্টিপাথর ও অ্যাসিড দ্বারা পরীক্ষার পর প্রায় ২৫ কেজি সোনার অস্তিত্ব পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা। সোনাগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। অন্য অভিযানে তিন ব্যক্তির পায়ুপথ থেকে প্রায় সাড়ে ৩ কেজি ওজনের সোনার বার ও স্বর্ণালংকার জব্দ করা হয়। রবিবার বিকালে দুবাই থেকে আসা মশিউর রহমান রুবেল, জাহাঙ্গীর আলম ও আকবর হোসেন নামে তিন যাত্রীকে আটক করা হয়। বোর্ডিং ব্রিজ থেকে চ্যানেলে নিয়ে এসে আর্চওয়ে করা হলে তাদের শরীরে ধাতব পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে তাদের এক্স-রে করানো হলে পায়ুপথে ডিম্বাকৃতির ধাতব পাওয়া যায়। তাদের কাছ থেকে জব্দ করা সোনার বার ও স্বর্ণালংকারের ওজন ৩ কেজি ৩৩০ গ্রাম, যার বাজারমূল্য ৩ কোটি ৪০ লাখ টাকা।

 

সর্বশেষ খবর