মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা
স্থানীয় সরকার নির্বাচন

পিরোজপুরে কর্মীকে কুপিয়ে জখম চাঁদপুরে কাউন্সিলর প্রার্থী আহত

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকারের নির্বাচন চলাকালে গতকাল সংঘর্ষ, হামলা এবং ভাঙচুর হয়েছে। এর মধ্যে পিরোজপুরের গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন চলাকালে আওয়ামী লীগ প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া চাঁদপুরের ছেংগারচর পৌরসভা নির্বাচনে প্রতিপক্ষের হামলায় এক কাউন্সিলর প্রার্থী আহত হয়েছেন। এদিকে, কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে সাংবাদিকের কার্ড গলায় ঝুলিয়ে ভোট কেন্দ্রে ছাত্রলীগ যুবলীগ নেতাদের অবাধ বিচরণের অভিযোগ উঠেছে। পিরোজপুর প্রতিনিধি জানান, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন চলাকালে আওয়ামী লীগ প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকাল ৮টায় উপজেলার মধ্য পাটিকেলবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময়ে বীরমুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়ি বীরনিবাসে হামলা ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় সিদ্দিকুর রহমানসহ আরও চারজন আহত হয়েছেন। ভিকটিম আওয়ামী লীগ সমর্থক আলমগীর হোসেন উপজেলার পাটিকেলবাড়ি গ্রামের মৃত হারুন শেখের ছেলে। জানা যায়, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তারের সমর্থক আলমগীর হোসেনসহ পাঁচ থেকে ছয়জন পূর্ব পাটিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যাচ্ছিলেন। এ সময় তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। হামলার এক পর্যায়ে আলমগীর হোসেনসহ নৌকা প্রার্থীর লোকজন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের বাড়িতে আশ্রয় নেন। এ সময় প্রতিপক্ষের লোকজন সিদ্দিকুর রহমানের বীরনিবাসে হামলা ও ভাঙচুর চালায় এবং আলমগীর হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তাইজুল মোল্লা (৪৫), রাসেল মোল্লা (৩৫) ও অমিত শেখ (২০) আহত হন। গুরুতর জখম আলমগীর হোসেনকে প্রথমে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গাজী মিজানুর রহমান জানান, ‘আমার কোনো লোকজন ওই হামলায় জড়িত নন।’ নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, শুনেছি দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। তবে এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়েছে। এতে কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন মিয়া ও তার আপন ভাই রিপন মিয়া আহত হয়েছেন। এ ঘটনায় ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রায় ৩০ মিনিট ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ থাকে। এরপর পুলিশ কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এটি সকাল ১১টায় ঘটলেও বিকালে ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় দফায় আবারও প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখম হয়েছেন কাউন্সিলর প্রার্থী সাইফুদ্দিন মিয়া। এ সময় কেন্দ্রের ২০০ গজ দূরে থানায় আশ্রয় নিয়ে জীবন রক্ষা করেন তিনি। আহত কাউন্সিলর সাইফুদ্দিন মিয়া অভিযোগ করেন, হামলার ঘটনা ঘটিয়ে ভোটারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন ঢেঁড়স প্রতীকের কাউন্সিলর প্রার্থী সোলায়মান ফরাজী। সকালে এক দফা এবং বিকালে আরেক দফা সোলায়মান ফরাজী এবং তার লোকজন আমার ও আমার সমর্থকদের ওপর হামলা করেছে। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ জানান, ‘এই কেন্দ্রে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। তবে পুলিশ তাৎক্ষণিক ঘটনা নিয়ন্ত্রণে আনে। যারা এ ঘটনায় সঙ্গে জড়িত অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লার দেবিদ্বার পৌরসভা নির্বাচনে ‘সাংবাদিক কার্ড’ গলায় ঝুলিয়ে ঘুরতে দেখা গেছে ছাত্রলীগ নেতাদের। সরেজমিনে সুজাত আলী সরকারি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায় ওই কলেজ ছাত্রলীগের সভাপতি বিল্লাল হোসেন সাংবাদিকের কার্ড গলায় নিয়ে ঘুরছেন। এ সময় পাস দিয়ে যাচ্ছিলেন আরেক স্থানীয় যুবলীগ নেতা ফাহাদ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, ফাহাদ স্থানীয় যুবলীগ নেতা ও আওয়ামী লীগ নেতা আবু তাহেরের ছেলে। নির্বাচনে কর্তৃত্ব স্থাপনের জন্য তারা ছাত্রলীগ নেতা হয়েও সাংবাদিকের কার্ড ব্যবহার করছেন। কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ বলেন, ‘নির্বাচন কমিশন গণহারে কার্ড দিচ্ছে। নইলে এসব দলীয় সন্ত্রাসীরা কীভাবে কার্ড পায়। এতে সাংবাদিকদেরও প্রশ্নবিদ্ধ হতে হয়।’ জেলার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘নির্বাচনের কার্ড আমরা সাংবাদিকদেরই দিয়েছি। এর বাইরে কারা নিয়েছে জানি না। তথ্য পেলে আমরা ব্যবস্থা নেব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর