বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দুই চিকিৎসকের জামিন, আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে কর্মরত দুই চিকিৎসক শাহজাদী মুস্তার্শিদা সুলতানা ও মুনা সাহার জামিন মঞ্জুর করেছেন আদালত। ভুল চিকিৎসার অভিযোগে মাহবুবা রহমান আঁখির নবজাতকের মৃত্যুর ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছিল। গতকাল ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন সোহাগ তাদের জামিন মঞ্জুর করেন। এদিকে জামিন মঞ্জুর হওয়ায় চিকিৎসকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, সেন্ট্রাল হাসপাতালে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার দুই চিকিৎসকের জামিন হওয়ায় আন্দোলন স্থগিত করেছেন চিকিৎসকরা। এখন থেকে প্রাইভেট চেম্বার ও অপারেশন চলবে। গতকাল বিকালে ঢাকা মেডিকেল কলেজ কনফারেন্স রুমে ফেডারেশন অব প্রফেশনাল মেডিকেল স্পেসালিস্ট সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন আমাদের দুজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলন চলছে। ইতোমধ্যে খবর এসেছে ডা. শাহজাদী ও ডা. মুনা সাহার জামিন হয়েছে। এমতাবস্থায় আমরা আমাদের চলমান আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে আজ থেকেই দেশের সব চিকিৎসক প্রাইভেট চেম্বার ও প্রাইভেট অপারেশন শুরু করবেন। মহাপরিচালক বলেন, কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে আমরা উচ্চ আদালতে একটি রিট করারও সিদ্ধান্ত নিয়েছি। সেই সঙ্গে স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন দ্রুত পাস করার কথাও বলছি। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. আহমেদুল কবির, বিএসএমএমইউর সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়াসহ বিভিন্ন চিকিৎসক সোসাইটির নেতারা।

সর্বশেষ খবর