বুধবার, ১৯ জুলাই, ২০২৩ ০০:০০ টা

মার্কিন রাষ্ট্রীয় পুরস্কার পেলেন বাংলাদেশি আমেরিকান

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

মানবতার কল্যাণে নিরন্তর কাজ করে স্বেচ্ছাসেবীর স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ‘প্রেসিডেন্সিয়াল লাইফটাইম অ্যাওয়ার্ড’ লাভ করেছেন বাংলাদেশি আমেরিকান আতিকুর রহমান। তিনি ফোবানার চেয়ারম্যান এবং ফ্লোরিডার বাংলাদেশি আমেরিকান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি বাংলাদেশ প্রতিদিনের উত্তর আমেরিকা সংস্করণের বিশেষ প্রতিনিধি। অ্যাওয়ার্ড গ্রহণের পর আতিকুর রহমান বলেন, এমন সম্মাননা-স্বীকৃতি পাওয়াকে আমি নিজের এবং সমগ্র কমিউনিটির জন্য বিশেষ সম্মান বলে মনে করছি। আশা করছি এই এওয়ার্ড আমাকে বাকিটা জীবন ভালো কাজে আরও উদ্বুদ্ধ করবে। গত ১৫ জুলাই ফ্লোরিডায় ‘দ্য সিগনেচার গ্র্যান্ড’ হোটেলের বলরুমে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশি আমেরিকান আতিকুর রহমানের হাতে প্রেসিডেন্ট বাইডেনের ইস্যুকৃত সর্বোচ্চ স্বেচ্ছাসেবীর স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্টের সিলসহ ‘বিশেষ গোল্ড কয়েন’ এবং প্রেসিডেন্সিয়াল আজীবন সম্মাননা’ সার্টিফিকেট হস্তান্তর করা হয়। এর আগে অনুষ্ঠানের হোস্ট সুস্মিতা পাটেল আতিকের জীবন-বৃত্তান্ত উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, ‘কঠোর পরিশ্রমী, মানবতার কল্যাণে অঙ্গীকারাবদ্ধ, ধৈর্যশীল, কর্মোদ্দীপনায় অভ্যস্থ একজন মানুষের প্রতিচ্ছবি হচ্ছেন আতিকুর রহমান এবং সম্ভবত এ কারণেই প্রেসিডেন্ট জো বাইডেন তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছেন। এ শুভক্ষণে আমরা সবাই তাঁকে অভিবাদন জানাচ্ছি’। অনুষ্ঠানের হোস্ট সংগঠন ‘পারপাস নেভার ডাই’র প্রেসিডেন্ট ড. ডী থমসনও আতিকের প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।

সর্বশেষ খবর