বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩ ০০:০০ টা

আরও করছাড় সরকারি কর্মচারীদের

নিজস্ব প্রতিবেদক

সরকারি কর্মচারীরা মূল বেতন ও বোনাস ছাড়া আর যা পান, তার ওপর আর কর দিতে হবে না। সরকারি কর্মচারীরা আগেও বেশ কিছু ক্ষেত্রে করছাড় পেতেন। এবারের প্রজ্ঞাপনে সেই ছাড়ের পরিধি বাড়ানো হয়েছে। নতুন আয়কর আইনের আলোকে গতকাল এ প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতদিন সরকারি কর্মচারীরা যেসব খাতে করছাড় পেতেন, তা হলো- বাড়ি ভাড়ায় মূল বেতনের ৫০ শতাংশ অথবা ৩ লাখ টাকা পর্যন্ত হলে তাতে কর দিতে হয় না। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও মূল বেতনের ১০ শতাংশ অথবা ১ লাখ ২০ হাজার টাকা পর্যন্ত কর নেই। অবশ্য বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় এমন ছাড় সব চাকরিজীবী করদাতা পান। নতুন আইনে বলা হয়েছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রে এক-তৃতীয়াংশ বা ৪ লাখ ৫০ হাজার টাকার মধ্যে যেটি কম, সেই পরিমাণ অর্থ ভাতা হিসেবে করছাড় পাবেন। এ ছাড়া সরকারি কর্মকর্তাদের করমুক্ত ভাতাগুলোর তালিকায় আরও আছে বৈশাখী ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, দায়িত্ব ভাতা, পাহাড়ি ভাতা, ধোলাই ভাতা, টিফিন ভাতা, শ্রান্তি-বিনোদন ভাতা ও টিএ-ডিএ।

সর্বশেষ খবর