শিরোনাম
শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা

রাজপথে থাকবেন শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক

রাজপথে থাকবেন শিক্ষক-কর্মচারীরা

জাতীয়করণের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলনে থাকবেন বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে গতকাল তারা দশম দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি থেকে তারা এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন সংগঠনের নেতারা।

শিক্ষাপ্রতিষ্ঠান তালাবদ্ধ করে জাতীয়করণ দাবিতে গত ১১ জুলাই থেকে দেশের বিভিন্ন জেলা থেকে এসে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। গতকালও অন্তত পাঁচ হাজার শিক্ষক-কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। দিনভর প্রেস ক্লাবের সামনে শিক্ষকরা বক্তৃতা ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, শিক্ষামন্ত্রী আমাদের জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচনের আগে জাতীয়করণ দেওয়া সম্ভব হবে না। একই সঙ্গে জাতীয়করণ প্রক্রিয়া এগিয়ে নিতে দুটি কমিটি করে   দেওয়ার কথা বললেও তিনি সেখানে আন্দোলনকারী কোনো শিক্ষক নেতাকে রাখতে চান না। এ সময় আন্দোলনকারী শিক্ষকদের সরকারবিরোধীর তকমা দেওয়ারও অভিযোগ করেন তিনি। সরেজমিনে গতকাল শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এ ছাড়া কয়েকদিন ধরে প্রেস ক্লাবের সামনের উভয় রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করলেও গতকাল তারা হাই কোর্ট মোড় থেকে পল্টনগামী রাস্তা ছেড়ে দেন।

সর্বশেষ খবর