শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ০০:০০ টা
জেলা জজকে হাই কোর্ট

আপনি ভুল করেননি জেনেবুঝে ক্রাইম করেছেন

নিজস্ব প্রতিবেদক

বেআইনিভাবে ৯ আসামিকে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিতে তলবে হাজির হওয়ার দ্বিতীয় দিনেও কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলকে ভর্ৎসনা করেছেন হাই কোর্ট। তাকে উদ্দেশ করে আদালত বলেছেন, আপনি একজন সিনিয়র জেলা জজ। দীর্ঘদিন বিচারকাজ করেছেন। আপনি আদালতের আদেশ টেম্পারিং করেছেন। এতে আপনার বুক কাঁপল না? টেম্পারিং করে আপনি ভুল করেননি। জেনেবুঝে আপনি ক্রাইম করেছেন। গতকাল বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। পরে আগামী ২৭ জুলাই পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আদালত।

আদালতে মোহাম্মদ ইসমাইলের আইনজীবী ছিলেন মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা ও আবদুন নূর দুলাল। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

শুনানিতে জেলা জজের আইনজীবী অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা বলেন, আমরা কনটেস্ট করতে চাই না। আমরা আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছি। আমরা খুবই অনুতপ্ত। এ পর্যায়ে হাই কোর্ট জেলা জজকে  ডায়াসের সামনে ডেকে আদেশ টেম্পারিংয়ের বিষয়ে জানতে চান। তখন জেলা জজ বিভিন্নভাবে ব্যাখ্যা দিতে থাকেন। একপর্যায়ে বলেন, ভুলে এটা হয়েছে। তখন আদালত বলেন, আপনি ভুল করেননি। আপনি জেনে বুঝে ক্রাইম করেছেন। এ সময় তার আইনজীবীরা আবারও ক্ষমা চাইলে হাই কোর্ট বলেন, আপনারা ক্ষমা চাইছেন। অনুতপ্ত হচ্ছেন। কিন্তু জেলা জজের মধ্যে তো কোনো অনুশোচনা নেই। তিনি অনুতপ্তও নন। মন থেকে অনুশোচনা আসতে হয়। বেআইনিভাবে জামিন দেওয়ার বিষয়ে ব্যাখ্যা জানাতে গত ২১ জুন কক্সবাজারের জেলা ও দায়রা জজকে তলব করেছিলেন হাই কোর্ট। তলবে গত বুধবার হাজির হয়েছিলেন জেলা জজ মোহাম্মদ ইসমাইল। ওই দিন শুনানি শেষে গতকাল পর্যন্ত মুলতবি করেন আদালত। সে অনুসারে গতকালও আদালতে হাজির হন জেলা জজ মোহাম্মদ ইসমাইল। এর আগে জজ আদালতে দেওয়া ওই জামিনের বিরুদ্ধে আবেদনটি করেছিলেন মামলার বাদী রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম (রিনা)।

সর্বশেষ খবর