শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টিতেই শুদ্ধ ঢাকার বাতাস

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টিতেই নির্মল ঢাকা। গত এক মাসে এক দিনের জন্যও অস্বাস্থ্যকর হয়নি এই নগরীর বায়ু। বিশ্বের বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের প্রতিবেদন অনুযায়ী, গত ২২ জুন থেকে গতকাল পর্যন্ত ঢাকার বাতাস সবচেয়ে খারাপ ছিল ১৬ জুলাই। তবে সেদিনও বাতাসে দূষণ উপাদান ছিল সহনশীল মাত্রায়। অথচ, শীত আসতেই এই শহরের বাতাস হয়ে ওঠে ভয়াবহ বিষাক্ত। দুয়েকদিন পরপরই বিশ্বের শীর্ষ দূষিত নগরীর তকমা লাগে জনবহুল শহরটির গায়ে।

২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত টানা বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দূষিত দেশ এবং ঢাকা দ্বিতীয় দূষিত বড় শহর হিসেবে স্থান পেয়েছে। বাংলাদেশে বায়ুদূষণের শীর্ষে আছে ঢাকা। বছরের ১০ মাসই দূষিত থাকে এই শহরের বাতাস। নভেম্বর থেকে ফেব্রুয়ারি শুষ্কতার পাশাপাশি চারদিকে ধুলা নিয়ন্ত্রণ না করে উন্নয়নকাজের খোঁড়াখুঁড়ি চলতে থাকায় মারাত্মক বিষাক্ত হয়ে ওঠে বাতাস। তবে জুলাই-আগস্টে বৃষ্টির কারণে সর্বনিম্ন পর্যায়ে থাকে দূষণ। পর্যাপ্ত বৃষ্টি হলে জুন মাসেও বায়ু থাকে নির্মল। গত বছর ঢাকার বাতাস সবচেয়ে দূষিত ছিল ডিসেম্বর মাসে। প্রতি ঘনমিটার বাতাসে ক্ষতিকর অতি সূক্ষ্ম বস্তুকণা (পিএম ২.৫) ছিল ১৪৬.৪ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া নিরাপদ সীমার চেয়ে ২৯ গুণ বেশি। সবচেয়ে নির্মল বাতাস ছিল জুলাই মাসে। প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ ছিল ২০.৪ মাইক্রোগ্রাম। চলতি বছরও জুলাই আসতেই রাজধানীর বাতাস অনেকটাই হালকা হয়ে গেছে। গতকাল সন্ধ্যা ৭টায় বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ছিল ৫৯। প্রতি ঘনমিটার বাতাসে পিএম ২.৫ ছিল ১৬ মাইক্রোগ্রাম। গত এক মাসের মধ্যে ১৬ জুলাই সবচেয়ে খারাপ ছিল ঢাকার বাতাস। সেদিনও বাতাসে পিএম ২.৫ ছিল ৩৩.৪ মাইক্রোগ্রাম, যা সহনশীল বলে বিবেচিত। ২৪ ঘণ্টার গড় হিসাব করে বাতাস নির্মল থাকলেও দিনের কিছু কিছু সময় অবশ্য বাতাস দূষিত হয়ে উঠছে। গতকাল সন্ধ্যায় বিশ্বের ১০৮টি বড় শহরের মধ্যে দূষণে ৩৫তম ছিল ঢাকার অবস্থান। অথচ, অক্টোবর আসতেই দূষণের সূচকে সামনের দিকে যেতে থাকে এই শহর। নভেম্বরে পা দিতেই প্রথম পাঁচটি দূষিত শহরের মধ্যে স্থান পায় ঢাকা।

সর্বশেষ খবর