শনিবার, ২২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এবার দিনাজপুরেও আনারস চাষ

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

এবার দিনাজপুরেও আনারস চাষ

ধানের জেলা দিনাজপুরে বিভিন্ন ফলের চাষ বাড়ছে। আম, লিচু, মাল্টা, কলাসহ বিভিন্ন ফলের ভালো ফলনের পর এবার আনারস চাষেও সফলতা এসেছে। আর এ আনারস চাষের সফলতায় অনেকের এগিয়ে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। এ জেলায় আনারসের চাহিদা মেটায় সিলেট বা টাঙ্গাইলসহ বিভিন্ন জেলা থেকে আসা আনারস। আগামীতে এ জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় সরবরাহ করতে পারবে এ আনারস- এমনটাই ভাবছেন কৃষকরা। এখন বাণিজ্যিকভাবে এ অঞ্চলে আনারস চাষ করা যাবে বলে আশা করা হচ্ছে। ফুলবাড়ীতে উৎপাদিত আনারস সিলেট বা টাঙ্গাইলের মতোই রসালো, মিষ্টি এবং আকারও একই রকম। ফুলবাড়ী পৌর এলাকার তেঁতুলিয়া গ্রামের নূরুন্নবী আশিকি বাবুল তার আম বাগানের মধ্যে দেড় একর জমিতে পরীক্ষামূলক ‘ক্যালেঙ্গা’ জাতের আনারস চাষ করে সফলতা পেয়েছেন। এতে জেলার কৃষিতে যোগ হয়েছে নতুন মাত্রা। নূরুন্নবী আশিকি বাবুল বর্তমানে দিনাজপুর সদর হাসপাতালের মেডিকেল টেকনোলোজিস্ট হিসেবে কর্মরত থাকলেও কৃ?ষির প্র?তি তার আগ্রহ থাকায় এ আনারস চা?ষের উদ্যোগ নেন। তার আনারস চাষ দেখে এলাকার অনেকেই আগ্রহী হয়ে উঠেছেন। ফুলবাড়ী উপ?জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, পরীক্ষামূলকভাবে ফুলবাড়ীতে আনারস চাষে সফলতা পাওয়া গেছে। প্রথমবার আনারস ধরতে ১৮ মাস সময় লাগে। একটি গাছ থেকে চার-পাঁচটি করে ‘ক্রাউন’ পাওয়া যাবে। সেগুলো চারা হিসেবে বিক্রি করা যায় বা অন্য জমিতে লাগানো যায়। নূরুন্নবী আশিকি বাবুল জানান, ২০২০ সালে টাঙ্গাইলের মধুপুর বেড়াতে গিয়ে আনারস বাগান দেখে আনারসের বাগান করতে আগ্রহী হন। ২০২১ সালে টাঙ্গাইল থেকে ‘ক্যালেঙ্গা’ জাতের সাড়ে ২২ হাজার চারা এনে দেড় একর জমিতে রোপণ করেছি। বর্তমানে ফল পরিপক্ব হতে শুরু হয়েছে। ১৮ মাসের পর হার্ভেস্টিং শুরু হয়। ইতোমধ্যে প্রায় সাড়ে ৪ লাখ টাকা খরচ হয়েছে। প্রথম অবস্থায় খরচ একটু বেশি হলেও রোপিত আনারস খেত থেকে ৩০ হাজারের অধিক চারা পাওয়া যাবে। সঠিকভাবে বাজার ধরতে পারলে প্রায় ৯ লাখ টাকার আনারস বিক্রি হ?তে পারে। বাবুলের আনারস চাষ দেখে স্থানীয় কৃষকরাও এই ফল চাষের পরিকল্পনা করছেন। ইতোমধ্যে আশপা?শের বিভিন্ন উপজেলা থে?কে চারা নি?তে আস?ছেন। আগামীতে আরও বেশি জমিতে আনারস চাষ করার ইচ্ছা আছে বলেও জানান বাবুল। ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহানুর রহমান বলেন, প্রথমবারের মতো আনারস চাষ করে সফল হয়েছেন কৃষক নূরন্নবী বাবুল। এতে কৃষিতে নতুন মাত্রা যোগ হয়েছে। তার উৎপাদিত আনারস রসালো-মিষ্টি এবং অসাধারণ স্বাদের। আনারস চা?ষের ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ প্রদান করছি।

সর্বশেষ খবর