রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ঢাকার বাইরে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি

বরিশালে মেঝে বারান্দায় রোগীর ছড়াছড়ি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মেঝে বারান্দায় রোগীর ছড়াছড়ি

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু রোগী আরও বেড়েছে। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১৯০ জন রোগী, যা চলতি মৌসুমসহ সাম্প্রতিক বছরে সর্বোচ্চ চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর রেকর্ড। এর আগে বৃহস্পতিবার চিকিৎসাধীন ছিলেন ১৫৩ জন, বুধবার ১৬০ জন এবং গত মঙ্গলবার চিকিৎসাধীন ছিলেন ১৫৫ জন ডেঙ্গু রোগী।

হাসপাতালের আড়াই শ শয্যা বর্ধিত  ভবনের দ্বিতীয় থেকে চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডে মৌসুমের শুরু থেকে সাধারণ রোগীদের পাশে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল ডেঙ্গু রোগীদের। এ নিয়ে সমালোচনা হলে একই ভবনে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ব্যবস্থা করে কর্তৃপক্ষ। কিন্তু এখন ছোট ছোট কক্ষগুলোতে শয্যা দিয়েও কুলাতে পারছে না কর্তৃপক্ষ। স্থানসংকুলান না হওয়ায় ওই ভবনের নিচতলায়ও ডেঙ্গু রোগী রাখার ব্যবস্থা করা হয়েছে। শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় তাদের অনেককে রাখা হয়েছে মেঝে ও বারান্দায়। সরেজমিন দেখা গেছে, ডেঙ্গু ওয়ার্ডের পরিস্থিতি এবং নানা সমস্যা নিয়ে গত প্রায় এক মাস ধরে গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হলেও চিকিৎসা সেবায় সামান্যতম পরিবর্তনও হয়নি। বরং রোগী বৃদ্ধি পাওয়ায় ওয়ার্ডগুলোতে পা ফেলার জায়গা নেই। নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশ। দুর্গন্ধে বেশিক্ষণ টেকা দায়। ওয়ার্ডগুলোতে মশা-মাছির বিস্তার হয়েছে। ডেঙ্গু রোগীদের মশারি দেওয়া হলেও কেউ ব্যবহার করেন, কেউ করেন না। ওষুধপত্র বেশিরভাগ বাইরে থেকে কিনতে হয় রোগীদের। পরীক্ষা-নিরীক্ষার জন্যও রোগীদের কৌশলে বাইরে ঠেলে দেন ডাক্তাররা। এসব বিষয় নিয়ে আলাপকালে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, ধারণ ক্ষমতার কয়েকগুণ রোগী থাকায় তারা নোংরা করে। রোগীদের সরকারি সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করতে কর্তৃপক্ষ চেষ্টা করছে।

সর্বশেষ খবর