রবিবার, ২৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা
ঢাকার বাইরে ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি

খুলনায় ঘরে ঘরে জ্বর, বয়স্কদের নিয়ে উৎকণ্ঠা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ঘরে ঘরে জ্বর, বয়স্কদের নিয়ে উৎকণ্ঠা

খুলনা বিভাগের বিভিন্ন জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। প্রতিদিনই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে ঘরে ঘরে জ্বর, সর্দিতে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ।  খুলনা বিভাগীয় স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী চলতি বছর এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৯৭২ জন। এর মধ্যে মারা গেছেন তিনজন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে ১৮ জনকে। এর বাইরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক।

এদিকে গতকাল পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২০৩ জন। এ ছাড়া যশোরে ১৮৩ জন, মাগুরায় ১৩৯ জন ও নড়াইলে ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। বর্তমানে সরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৫৭ জন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন, ঘরে ঘরে জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। জ্বর নিয়ে অনেকে হাসপাতালে ভর্তি হচ্ছেন। পরীক্ষায় অনেকের ডেঙ্গু শনাক্ত হচ্ছে। বয়স্ক ও শারীরিক দুর্বলতাসহ ক্রিটিক্যাল রোগে আক্রান্তরা ডেঙ্গু আক্রান্ত হলে তাদের অবস্থা খারাপের দিকে যাচ্ছে। খুমেক হাসপাতালের পরিচালক ডা. রবিউল হাসান বলেন, প্রতিদিনই ডেঙ্গু রোগী বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সদের। অন্যদিকে খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গুর প্রকোপ রোধে সচেতনতামূলক প্রচারণা বৃদ্ধিসহ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে সিটি করপোরেশন। বাড়ির আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি এডিস মশার বংশ বিস্তারের স্থান ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, মাটির পাত্র, ডাবের খোসা, টিনের কৌটায় পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নবনির্বাচিত সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, খুলনাকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে আমরা নিরলসভাবে কাজ করছি। নগরীর ড্রেন, ফুটপাত, রাস্তাঘাটের পরিচ্ছন্নতার কাজ গতিশীল করতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলতে সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু সংক্রমণ রোধে নিজ এলাকায় একযোগে কাজ করার জন্য জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।

সর্বশেষ খবর